আধুনিকায়ন শেষে চিনিকলগুলো চালু হবে: শিল্পমন্ত্রী
সাময়কিভাবে বন্ধ করা ছয়টি চিনিকল আধুনিকায়ন শেষে আবার চালু করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ন।
শুক্রবার (২৪ ডিসেম্বর) চুয়াডাঙ্গা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান শিল্পমন্ত্রী। দেশের সবচেয়ে বড় চিনিকল চুয়াডাঙ্গা দর্শনা কেরু অ্যান্ড কোং চিনিকলের মাড়াই মৌসুমের উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি।
নুরুল মজিদ বলেন, ছয়টি চিনিকল সাময়িকভাবে বন্ধ রয়েছে। আধুনিকায়ন শেষে আবার চালু করা হবে। মাড়াই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। অবশ্যই আখের দাম বাড়ানোর বিষয়ে যাচাই-বাছাই করে দেখা হবে। কৃষকেরা যেন ন্যায্য মূল্য পায় প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দিয়েছেন।
বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের অধীন দেশের ১৫টি রাষ্ট্রায়ত্ব চিনিকলের মধ্যে অব্যাহত লোকসানের কারণে সরকার গত বছর ছয়টি চিনিকল বন্ধ করে চালু রাখে নয়টি। বন্ধ ছয়টি হলো- কুষ্টিয়া চিনিকল, পাবনা চিনিকল, পঞ্চগড় চিনিকল, রংপুরের শ্যামপুর চিনিকল, গাইবান্ধার রংপুর চিনিকল ও দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল।
এসএন