পদ্মা সেতু বাংলাদেশের অহংকার : কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক
‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের যেদিকে তাকাবেন, উন্নয়ন আর উন্নয়ন। আগে কেউ কখনও ভাবেননি, তাই বাস্তব হয়েছে তার দৃঢ় এবং শক্তিশালী নেতৃত্বে’-বলেছেন তার সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৃষিনির্ভর বাংলাদেশের কৃষিমন্ত্রী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সাবেক প্রধান বিজ্ঞানী ড. আবদুর রাজ্জাক।
ড. আবদুর রাজ্জাক এরপর বলেছেন, “বাংলাদেশের ‘পদ্মাসেতু’, ঢাকার ‘মেট্রোরেল’, চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে ‘বঙ্গবন্ধু টানেল’সহ সারা দেশে অনেক সেতু, বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজসহ কৃষিনির্ভর অর্থনীতির পরিবর্তন মাত্র কয়েক বছরের মধ্যে এই দেশকে বদলে দেবে।’
কৃষিমন্ত্রী বলেছেন, ‘পদ্মা সেতু বাংলাদেশের অহংকার। ২৫ জুন পদ্মা নদীর ওপর তৈরি বিশাল সেতুটি উদ্বোধনের মাধ্যমে দেশের অসম্ভব সমৃদ্ধি ঘটবে ও বিপুল পরিমাণ দেশী এবং বিদেশী বিনিয়োগ আনবে। লাখ, লাখ মানুষের জীবনমান বদলে যাবে।’
আজ, ১৮ জুন, প্রকৌশলীদের একমাত্র জাতীয় সংগঠন ‘আইইবি-ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ’র সদর দপ্তর ও ঢাকা কেন্দ্র রমনার আইইবিতে ‘প্রবীণ প্রকৌশলীদের সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই কথাগুলো জানিয়েছেন তিনি।
সকাল সাড়ে ১০টায় অসাধারণ আয়োজনটির শুরু হয়েছে, জানিয়েছেন আইইবি’র জনসংযোগ কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার রনি।
তিনি আরো জানিয়েছেন, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইইবির সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর, আইইবির বর্তমান সভাপতি ও রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নূরুল হুদা, আইইবির মানব সম্পদ উন্নয়ন ও গবেষণা প্রধান এবং ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান এবং সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শিবলু)।
সম্মানিত অতিথি ছিলেন প্রাক্তন সভাপতি ও পদ্মা সেতু তৈরির কারিগরী বিশেষজ্ঞ কমিটির প্রধান, রাজশাহী ওয়াসার সাবেক চেয়ারম্যান প্রকৌশলী ড. এম. শামীম-উজ-জামান বসুনিয়া।
‘প্রবীণ প্রকৌশলীদের সংবর্ধনা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আইইবি, ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার। সভাপতি ছিলেন কেন্দ্র প্রধান প্রকৌশলী মোল্লা মোহাম্মদ আবুল হোসেন।
আইইবির সাবেক সভাপতি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর বিশেষ অতিথির বক্তব্যে বলেছেন, ‘আমার সামনের আপনারা প্রকৌশলীরা সবাই অত্যন্ত অভিজ্ঞ। সবার অবদানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের মহাসড়কে উঠতে পেরেছেন। অতীতের মতো সামনের দিনগুলোতেও আপনারা সহযোগিতা করবেন-আমরা আশাবাদী।’
আইইবির সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শিবলু) বলেছেন, ‘আজ আমাদের আইইউবিতে বাংলাদেশের প্রবীণ সকল বিশেষজ্ঞ প্রকৌশলীকে সম্মাননা জানানো হচ্ছে। যা কিছু মহান ও শ্রেষ্ঠ স্থাপনা, সেগুলোতে আপনাদের ভূমিকা এবং অবদান আছে। ফলে আপনাদের সম্মানিত করা গৌরবের কাজ।’
ওএস।