১৫ টাকা কেজিতে চাল পাবে ৫০ লাখ মানুষ
২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বছরে দুই ধাপে পাঁচ মাসে দেশের ৫০ লাখ মানুষকে ১৫ টাকা কেজিতে চাল দেবে সরকার। তিনি বলেন, এই দামে নিম্ন-আয়ের মানুষেরা প্রতিমাসে পরিবারপ্রতি ৩০ কেজি করে চাল কিনতে পারবেন। বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট পেশ করা সময় অর্থমন্ত্রী এ কথা বলেন।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, 'কোভিড-১৯ এর কারণে বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন, সংগ্রহ ও সংরক্ষণ এবং সার্বিক সরবরাহ একপ্রকার চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। তবে বাংলাদেশে কৃষিখাতের উৎপাদন অব্যাহত রাখতে আমাদের সরকার প্রথম থেকেই সতর্ক ছিল।'
'খাদ্য উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে ত্বরিত পদক্ষেপ গ্রহণের ফলে উৎপাদন অব্যাহত রাখতে পেরেছি এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। স্বল্প-আয়ের মানুষের জন্য ওএমএস কার্যক্রমের মাধ্যমে নিয়মিতভাবে সুলভমূল্যে চাল ও আটা বিক্রি করেছি।'
অর্থমন্ত্রী বলেন, 'চলতি ২০২১-২২ অর্থবছরেও এ কর্মসূচিতে ৫.৭০ লাখ মে. টন চাল ও ৪.৮৫ লাখ মে. টন গমের ফলিত আটা বিতরণ করা হচ্ছে। আমরা ২০২২-২৩ অর্থবছরেও খাদ্যবান্ধব কর্মসূচি অব্যাহত রাখব।'
'৫০ লাখ নিম্ন-আয়ের পরিবারকে বছরে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এবং মার্চ ও এপ্রিল অর্থাৎ ৫ মাসব্যাপী ১৫ টাকা কেজি দরে পরিবারপ্রতি মাসে ৩০ কেজি চাল বিতরণপূর্বক খাদ্যসহায়তা প্রদান করা হবে।'
অর্থমন্ত্রী বলেন, 'খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি ব্যবস্থাপনায় ২০২২-২৩ অর্থবছরে অভ্যন্তরীণ উৎস হতে খাদ্যশস্য সংগ্রহের জন্য আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি ৩১ দশমিক ৪২ লাখ টন। অন্যদিকে একই সময়ে খাদ্যশস্য বিতরণের লক্ষ্যমাত্রা হচ্ছে ৩০ দশমিক ৯৫ লাখ টন।'
এর আগে দুপুরে সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় তলায় মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন মন্ত্রিসভার সদস্যরা। পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাজেটে সম্মতি জানিয়ে স্বাক্ষর দেন।
প্রসঙ্গত, প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের আকার হচ্ছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। বাজেটের বড় আকারের সঙ্গে সঙ্গে ঘাটতি বাজেটও এবার অনেক। অনুদান বাদে এই বাজেটের ঘাটতি ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা। এই টাকা জিডিপির সাড়ে ৫ শতাংশের সমান। অন্যদিকে, অনুদানসহ বাজেট ঘাটতির পরিমাণ ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা, যা জিডিপির ৫ দশমিক ৪০ শতাংশের সমান।
বৃহস্পতিবার (৯ জুন) বিকাল ৩টায় অর্থমন্ত্রী ২০২২-২০২৩ অর্থবছরের জন্য বাজেট উপস্থাপন করেন। এটি ছিল স্বাধীন বাংলাদেশের ৫১তম বাজেট আর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৩তম বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের চতুর্থ বাজেট এটি।
কেএম/এএজেড