ড্যাপ নিয়ে আতঙ্কিত ব্যবসায়ীরা
ড্যাপের (ডিটেইল্ড এরিয়া প্ল্যান) কার্যক্রমে ব্যবসায়ীরা আতঙ্কিত বলে মন্তব্য করেছেন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেটে আমাদের অপ্রদর্শিত আয় বিনিয়োগ করার সুযোগ দিয়েছেন। কিন্তু বর্তমানে ড্যাপের কার্যক্রমে ব্যবসায়ীরা আতঙ্কিত। অশনিসংকেতে আছি আমরা।’
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) পাঁচ দিনব্যাপী আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার আয়োজন করে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব।
রিহ্যাব সভাপতি বলেন, ৫০ লাখ মানুষের প্রতিনিধিত্ব করছে রিহ্যাব। ২৫৯টি সাব-সেক্টর কাজ করছে। তাই ড্যাব প্রণয়নের আগে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কথা বিবেচনা করতেই হবে। প্রধানমন্ত্রীর উদ্যোগে করোনাকালেও আমরা এগিয়ে গেছি। বিভিন্ন সহায়তা দেওয়া হয়েছে ব্যবসায়ীদের। ব্যাংকের সুদ কম হওয়ায় অনেকে আবাসন শিল্পে বিনিয়োগ করছে।
রাজউক চেয়ারম্যান মো. এবি এম আমিন উল্লাহ নুরী বলেন, পরিকল্পিত ও নিরাপদ আবাসনের জন্য মন্ত্রণালয় থেকে সবাইকে নিয়ে কাজ করা হচ্ছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। রাজধানীতে অনেক ভবন নির্মাণে নিয়মের ব্যত্যয় হয়েছে। তাই সবাইকে সরকারের নিয়ম মেনে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। এতে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার।
জেডএ/এসএন