নতুন অর্থবছরে কোন খাত থেকে কত টাকা আসবে
নতুন অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (৯ জুন) বিকাল ৩টায় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী। বিশাল অঙ্কের এ বাজেটে কোন খাত থেকে কত টাকা আসবে তার একটি রূপরেখা দিয়েছে সরকার।
প্রস্তাবিত বাজেটে বৈদেশিক ঋণ থেকে আসবে ১৪ দশমকি ১ শতাংশ, বৈদেশিক অনুদান থেকে আসবে মোট বাজেটের শূন্য দশমিক ৫ শতাংশ। অভ্যন্তরীণ ঋণ থেকে আসবে ২১ দশমিক ৬ শতাংশ। কর ব্যতীত প্রাপ্তি ধরা হয়েছে ৬ দশমিক ৬ শতাংশ, জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর ২ দশমিক ৬ শতাংশ, জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর ৫৪ দশমিক ৬ শতাংশ। জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর এর মধ্যে রয়েছে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। তার মধ্যে মূল্য সংযোজন কর ৩৮ দশমিক ২ শতাংশ, আমদানি শুল্ক ১১ দশমিক ৯ শতাংশ, আয় কর থেকে আসবে ৩২ দশমিক ৭ শতাংশ, সম্পূরক শুল্ক থেকে আসবে ১৫ দশমিক ৮ শতাংশ আর অন্যান্য খাত থেকে আসবে ১ দশমিক ৪ শতাংশ।
এসএম/এসএন