রাজস্ব আদায়ের লক্ষ্য ৪ লাখ ৩৬ হাজার ২৭১ কোটি টাকা
অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল করার প্রত্যায় বিভিন্ন খাতে বেশি করে ব্যয় করার জন্য আগামী (২০২২-২৩) অর্থবছরের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন করছেন। এতে আয় প্রস্তাব করেছেন ৪ লাখ ৩৬ হাজার ২৭১ কোটি টাকা। তাই অনুদানসহ ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ দশমিক ৪ শতাংশ।
এ ঘাটতি মোটানো হবে দেশি-বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে। চলতি অর্থবছরে এই ঘাটতি ছিলো ৬ দশমিক ১ শতাংশ। চলতি অর্থবছরে এই বাজেটের আকার ছিলো ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। তাই অর্থনীতির ধকল সামলাতে আগামী বাজেটে ব্যয় বেশি প্রস্তাব করা হয়েছে ৭৪ হাজার ৩৮৩ টাকা।
বেশি রাজস্ব আদায়ের প্রস্তাব ৪৩ হাজার ৮৬১ কোটি
বাজেটের ব্যয় মেটাতে চলতি অর্থবছরের চেয়ে আয় বৃদ্ধির লক্ষ্যও ৪৩ হাজার ৮৬১ কোটি টাকার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। কারণ চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছিলো ৩ লাখ ৯২ হাজার ৪১০ কোটি টাকা। নতুন অর্থবছরে এনবিআর নিয়ন্ত্রিত কর, এনবিআর বহির্ভূত কর, কর ছাড়া প্রাপ্তি মিলিয়ে নতুন অর্থবছরে আয়ের লক্ষ্য ধরা হচ্ছে ৪ লাখ ৩৬ হাজার ২৭১ কোটি টাকা। এ আয়ের মধ্যে এনবিআর থেকে আদায় করা হবে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা।
করবহির্ভূত ও অন্যান্য খাত থেকে আয় ধরা হয়েছে ১৮ হাজার কোটি টাকা। কর ছাড়া প্রাপ্তি (রাজস্ব) ধরা হয়েছে ৪৫ হাজার কোটি টাকা এ ছাড়া বৈদেশিক অনুদান ধরা হয়েছে ৩ হাজার ২৭১ কোটি টাকা। আর ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ প্রস্তাব করা হয়েছে এক লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা।
চলতি অর্থবছরে মোট ব্যাংক ঋণ ধরা হয়েছিলো ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা। এ বছরে এনবিআর থেকে রাজস্ব লক্ষ্য ধরা হয়েছিলো ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। রাজস্ব রোর্ড ছাড়া বা করবহির্ভূত ও অন্যান্য খাত থেকে আয় ধরা হয়েছে ১৬ হাজার কোটি টাকা, কর ছাড়া প্রাপ্তি (রাজস্ব) ধরা হয়েছিলো ৪৩ হাজার কোটি টাকা। বৈদেশিক অনুদান ধরা হয়েছিলো ৩ হাজার ৪১০ কোটি টাকা।
জেডএ/এএজেড