যে কারণে বৃহস্পতিবার বাজেট পেশ করা হয়
সরকার প্রতি অর্থবছরে বৃহস্পতিবার অফিস শেষ হওয়ার শেষ সময়ে বাজেট ঘোষণা করে। এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে। এতদিন থাকতে সপ্তাহের শেষ দিনে কেন? আসলে এই দিনের গুরুত্ব ও তাৎপর্যও রয়েছে। যা অনেকের কাছে অজানা।
সরকার রাজস্ব আদায় করতে প্রতি অর্থবছরে কিছু কিছু পণ্যে কর বেশি করে আরোপ করে। আবার কিছু কিছু পণ্যে কর কমায়। এর প্রভাব তাৎক্ষণিক যাতে বাজারে না পড়ে সেজন্যই সপ্তাহের শেষ দিনে শেষ সময়ে প্রস্তাব করা হয়। কারণ পরের দুই দিন শুক্রবার ও শনিবার ব্যাংক বন্ধ হলে কারো হাতে অর্থের প্রবাহ থাকবে না। করতে পারে না কোনো পণ্য কেনাবেচা। কিন্তু এরপরও কোনো পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা মাত্র দেখা যায় বাজারে এর প্রভাব পড়ে। বেড়ে যায় পণ্যের দাম।
কাজেই সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনাতে বৃহস্পতিবার বাজেট ঘোষণা করা হলেও বাস্তবে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীদের কৌশল বন্ধ করা যায় না। শুক্র ও শনিবার ব্যাংক ও অফিস বন্ধ থাকার পরও সরকারের অঘোষিত নীতি বাস্তবে ভোক্তাদের কাছে প্রতিফলন ঘটে না। ৩০ জুন বাজেট অনুমোদন পর্যন্ত অপেক্ষা করতে হয় না বাড়তি ঘোষণা করার পণ্যের ক্ষেত্রে। কিন্তু বাজেটে দাম কমার প্রস্তাব করা হলেও ৩০ জুন চূড়ান্ত অনুমোদনের পরও ভোক্তারা এর সুফল পায় না।
জেডএ/এসজি/