রিহ্যাব মেলার উদ্বোধন
বিনিয়োগ করে কেউ যেন নিঃস্ব না হয়: বাণিজ্যমন্ত্রী
রিহ্যাব মেলায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
অনেকে কষ্ট করে ফ্ল্যাটের জন্য টাকা বিনিয়োগ করে মানুষ। কিন্তু তারা যেন প্রতারিত ও নিঃস্ব না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) পাঁচদিন ব্যাপী রিহ্যাব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার আয়োজন করা হয়েছে।
রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজলের সভাপতিত্বে এ অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার।
বাণিজ্যমন্ত্রী বলেন, 'মানুষের স্বপ্ন পূরণে কাজ করছে রিহ্যাব। ৩০ থেকে ৩৫ লাখ মানুষ এ শিল্পের সঙ্গে জড়িত। তাই এ খাতে ধাক্কা লাগলে সবাই ধাক্কা খাবে। আমরা চাই একটি উন্নত ও সুন্দর বাংলাদেশ।'
জসিম উদ্দিন বলেন, 'করোনায় গতবছর এ মেলা হয়নি। এবার আয়োজন করেছে। সরকার ব্যবসা করে না। তাই প্রাইভেট সেক্টর তথা এফবিসিসিআইকে সঙ্গে নিয়ে ড্যাপ প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। ড্যাপ অনুমোদন হতে যাচ্ছে, অথচ এফবিসিসিআই কিছু জানে না। তা হতে পারে না।'
রাজউককে উদ্দেশ্য করে তিনি বলেন, 'মন্ত্রীরাও ব্যবসায়ী। তাই যাই করেন, ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে করতে হবে। তবেই বাস্তবায়ন হবে। অর্থনৈতিক অঞ্চলেও তিনি আবাসন করার আহ্বান জানান।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার বলেন, রিহ্যাব দৃষ্টিনন্দন বিল্ডিং করছে, যা প্রশংসনীয়। আবাসন ব্যবসায়ীদের অভিযোগের ব্যাপারে তিনি বলেন, পরিবেশবান্ধব, নিরাপদ আবাসন করার জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। সবাইকে সঙ্গে নিয়ে ড্যাপ বাস্তবায়ন করা হচ্ছে। কাজেই ব্যবসায়ীদের সংশয়ের কোনো কারণ নেই।
তিনি আরও বলেন, রাজউককে গতিশীল করা হচ্ছে। অনলাইনে আবেদন করলে বিল্ডিং নির্মাণের অনুমোদন দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্ত্রণালয়ের নেতৃত্বে রয়েছেন।
জেডএ/টিটি