বাজেট ঘোষণার আগেই বাড়তি দামে বিক্রি হচ্ছে সিগারেট
২০২২-২৩ অর্থ বছরের বাজেট বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে উত্থাপন করা হবে। বাংলাদেশের ইতিহাসে ৫১তম বাজেট এটি। আর এই বাজেট ঘোষণার আগেই গোল্ডলিফ, বেনসন ও মালবোরো সিগারেটের দাম বেড়েছে বলে অভিযোগ করেছেন বিক্রেতা ও ক্রেতারা।
বাংলামোটরে অবস্থিত পুলিশ বক্সের পাশে চায়ের দোকানদার নজরুল মিয়া অভিযোগ করে বলেন, বাজেটের আগে এক মাস ধরে আমাদের সিগারেট দেওয়া হচ্ছে না। আমরা বাইরে থেকে বেশি দামে সিগারেট কিনে নিয়ে আসছি এজন্য বেশি দামে বিক্রি করছি। এ ছাড়া বাজারে গোল্ডলিফ সিগারেট নেই, গোল্ডলিফ সিগারেট উধাও হয়ে গেছে মনে হয়।
বুধবার (৮ জুন) বাংলামোটরে পুলিশ বক্সের সামনে সিগারেট বিক্রির সময় ক্রেতাদের সঙ্গে এক তর্কবিতর্কে ঢাকাপ্রকাশের এক প্রশ্নের জবাবে তিনি এ সব অভিযোগ করেন।
ঘটনাস্থলে কথা হয় গোল্ডলিফ সিগারেটের ক্রেতা নাফিজের সঙ্গে। এসময় তিনি বলেন, আমি বেনসন সিগারেট খেতাম এখন অন্য দোকানে সিগারেটের দাম এক টাকা বেশি নিচ্ছে। এজন্য গোল্ডলিফ সিগারেট খাওয়া ধরেছি তবে সব দোকানে গোল্ডলিফ পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, বৃহস্পতিবার বাজেট ঘোষণা করা হবে শুনলাম। এজন্য মনে হয় বাজার থেকে সিগারেট উধাও হয়ে গেছে।
চায়ের দোকানদার নজরুল মিয়া বলেন, সিগারেটের প্রতি কার্টুনে ১০০-১৬০ টাকা করে বেশি কেনা হচ্ছে। এজন্য আমি সিগারেটের দাম একটু বেশি নিচ্ছি।
তিনি বলেন, আমি আগে যা, দিয়ে কিনতাম তার থেকে বেশি দামে কিনতে হচ্ছে। এজন্য বেশি দামে বিক্রি করছি। তাছাড়া আপনি আশেপাশের সব দোকানে খোঁজ খবর নিয়ে দেখেন তারা সিগারেটের দাম বেশি রাখছে।
এ সময় বাংলামোটরের আশেপাশে একাধিক দোকানে খোঁজ নিয়ে জানা যায়, গোল্ডলিফ সিগারেটের দাম তারা ১২ টাকা এবং বেনসন ও মালবোরো সিগারেটের দাম কোথায় কোথায় ১৬ টাকা ও ১৭ টাকা করে নেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বেনসন গোল্ডলিফ সিগারেটের সেলসম্যান (বাংলামোটর জোন) মো. মাসুদ ঢাকাপ্রকাশকে বলেন, আমাদের ডিলার যেভাবে বিক্রি করতে বলছে আমরা সেভাবেই বিক্রি করছি।
কেএম/আরএ/