মামলা নিষ্পত্তির আগে ঋণ অবলোপন করা যাবে না
মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঋণ অবলোপন করা যাবে না বলে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৭ জুন) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের পরিচালক মো. জুলকার নায়েন সই করে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছেন। বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ সার্কুলার পাঠানো হয়েছে।
সার্কুলারে উল্লেখ করা হয়েছে, বিতরণ করা ঋণের সদ্ব্যবহার না করে ফান্ড ডাইভারশন করা বা জাল-জালিয়াতি বা প্রতারণার মাধ্যমে অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের নামে দেয়া ঋণের ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলো যথাযথ আইনানুগ ব্যবস্থা নেবে। ওই আইনি ব্যবস্থা নিষ্পত্তির আগে ঋণ, লিজ, বিনিয়োগের অর্থ অবলোপন করা যাবে না। অবলোপন সংক্রান্ত এর আগের অন্যান্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে। আর্থিক প্রতিষ্টান আইন,১৯৯৩ এর ক্ষমতা বলে এই নির্দেশ জারি করা হলো। যা অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংকের খেলাপি ঋণ সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে জানা গেছে, ২০২১ সালের ডিসেম্বর শেষে ৩৪টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে (এনবিএফআই) দেওয়া মোট ঋণের পরিমাণ ৬৭ হাজার ৩৫৪ কোটি টাকা। এরমধ্যে খেলাপি ঋণের পরিমান হচ্ছে ১৩ হাজার ১৬ কোটি টাকা। অর্থাৎ মোট ঋণের ১৯ দশমিক ৩৩ শতাংশ খেলাপি ঋণ।
এএজেড