কৃষি ভর্তূকি থেকে আস্তে সরে আসতে হবে: পরিকল্পনামন্ত্রী
যাদের ৫বিঘা, ১০ বিঘা, ২০ বিঘা জমি রয়েছে উৎপাদন বেশি হওয়ায় তাদের অবস্থা অনেক ভালো হয়েছে। তাই এদের ক্ষেত্রে কৃষি ভর্তূকি থেকে সুন্দর করে আস্তে আস্তে সরে আসা উচিৎ বলে মন্ত্রব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বলেছেন, ‘মনে হয় সামনে আর না এগিয়ে যাওয়া দরকার। তবে খাদ্য নিরাপত্তার জন্য একেবারে বন্ধ করা যাবে না। এটার দরকার আছে।’
শনিবার (৪ জুন) রাজধানীর কারওয়ান বাজারে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস, বাংলাদেশ-আইসিএবি ভবনের সম্মেলন কক্ষে এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইসিএবি এর সভাপতি শাহাদৎ হোসেনের সভাপতিত্বে ‘ সাম্প্রতিক সময়ে সামষ্টিক অর্থনীতি: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এ গোলটেবিল আইসিএবি ও ইআরএফ এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশে অনেকে ধ্বংসাত্বক কিছু করার চেষ্টা করে। এটা ঠিক না। দেশের স্বার্থেই একটা স্থিতিশীল অবস্থা দরকার। সামাজিক (সোসাল হারমনি) ভারসাম্য দরকার। এটা শুধু প্রধানমন্ত্রীর ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করতে হবে। জনগণের স্বাথে, দেশের স্বার্থে করতে হবে।
সংশ্লিষ্টদের দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, ১৮০০ প্রকল্পের মধ্যে অগ্রাধীকার নিয়ে প্রণয়ন করা হচ্ছে, দেখা হচ্ছে। পিপিআর অবশ্যই পর্যালোচনা করা হবে। এ নিয়ে কাজ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করেন দেশের জন্যই মঙ্গলের জন্যই করে যাচ্ছেন।
অনুষ্ঠানে পিআরআই এর নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর, ঢাকা স্টক এক্সচেঞ্চ এর সভাপতি ও সাবেক কৃষি সচিব মো. ইউনুসুর রহমান, অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বিআইডিএস এর মহাপরিচালক ড. বিনায়েক সেন, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাশেম খান, ইআরএফ এর সভাপতি শারমীন রিনভী, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জেডএ/