বুধবারও রাজধানীর ৫ চালের বাজারে অভিযান
চালের বাজারের লাগাম টেনে ধরতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বুধবারও (১ জুন) অভিযান চালিয়েছে খাদ্য মন্ত্রণালয়,খাদ্য অধিদপ্তর ও জেলা প্রশাসন।
রাজধানীতে চালের বড় মোকাম বাবুবাজার, কারওয়ানবাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট এবং মিরপুর-১ নম্বর এ অভিযান চালিয়েছে খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা অভিযান চালিয়েছেন। এসব অভিযানে কোনো ব্যবসায়ীকে জরিমানা করা না হলেও ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। তবে এসব অভিযানকালে দোকান খোলা পেলেও বেশির ভাগ দোকানের মালিকদেরকে পাওয়া যায়নি।
খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন জানিয়েছেন, অভিযান পরিচালনার সময় দেখা গেছে অধিকাংশ চাল ব্যবসায়ী লাইসেন্স ছাড়াই ব্যবসা করছেন। এই লাইসেন্স ছাড়া ব্যবসা করা যে অপরাধ সেটা অনেকেই জানেন না। আবার যাদের লাইসেন্স আছে তারা লাইসেন্স নবায়ন করেননি। যার ফলে এসব ব্যবসায়ীদের কেউ জানেন কতটুকু পর্যন্ত তারা মজুত করতে পারেন।
জনসংযোগ কর্মকর্তা জানান, অভিযানকালে কোনো ব্যবসায়ীর কাছে চালের অবৈধ মজুত পাননি।
এদিকে অভিযানকালে অভিযান পরিচালনাকারি কর্মকর্তারা দ্রুত লাইসেন্স নবায়ন করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দিয়েছেন।
গত সোমবার মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধান-চালের মজুতের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য কড়া নির্দেশনা দিয়েছিলেন। এর পর পরই মঙ্গলবার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরে কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করে ধান-চাল মজুতের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন।
মঙ্গলবার(৩১ মে) রাজধানীর বাবুবাজারে চালের মোকামে অভিযান চালান খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এরই ধারাবাহিকতায় বুধবার (১ জুন) রাজধানীর পাঁচটি বড় বাজারে অভিযান চালান খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা।
এ ছাড়া নওগাঁ, দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তর।
এনএইচবি/এমএমএ/