বাবুবাজার চালের আড়তে অভিযান
অস্থির চালের বাজারের লাগাম টেনে ধরতে মজুতদারদের বিরুদ্ধে অভিযানে নেমেছে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার ২৪ ঘণ্টার মধ্যেই মঙ্গলবার (৩১ মে) বিকালে এই অভিযানে নামল মন্ত্রণালয়।
খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. হারুন অর রশিদের নেতৃত্বে মঙ্গলবার বিকাল সোয়া চারটার দিকে রাজধানীর চালের আড়ত হিসেবে পরিচিত বাবু বাজারে অভিযান চালায় খাদ্য মন্ত্রণালয়ের বিশেষ টিম।
এই অভিযানে কাউকে জরিমান করা না হলেও খাদ্য মন্ত্রণালয়ের জনসঙযোগ কর্মকর্তা কামাল হোসেন ঢাকাপ্রকাশ-কে জানান, খাদ্য মন্ত্রণালয়ের একটি টিম বিকালে অভিযান শুরু করেছে। অন্তত ১০/১২টি দোকানে গিয়ে অভিযানকারী কর্মকর্তারা প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স পরীক্ষা করেছে।
কিন্তু দোকানগুলোর একটিরও লাইসেন্স নবায়ন করা নেই। সবগুলো মেয়াদোত্তীর্ণ। যেসব দোকানের লাইসেন্স নবায়ন নেই। তাদেরকে দ্রুত লাইসেন্স নবায়ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যদি দ্রুততম সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন করা না হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেন নেওয়া হবে।
জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের টিম বাবু বাজারে অভিযান চালানোর পর পরই বেশিরভাগ দোকান বন্ধ করে দোকানিরা সরে যান। অভিযান পরিচালনাকারি কর্মকর্তারা বলছেন, এই অভিযানের মূল উদ্দেশে জরিমানা নয়। প্রথমত দেখা হচ্ছে শস্যদানা লাইসেন্স ঠিক আছে কি না, কেউ নিয়মের বাইরে ধান-চাল মজুত করছে কি না এসব বিষয় গুরুত্ত্ব দিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, সোমবার (৩০ মে) মন্ত্রিসভা বৈঠকে চালের বাজার নিয়ে দীর্ঘ আলোচনা হয়। চালের ভরা মওসুমে বাজারের দাম বেড়ে যাওয়ায় সাদালণের মানুষের অসন্তোষ বিরাজ করছে। এই অবস্থায় মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যমন্ত্রী সহ সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন বাজার মনিটরিং এবং ধান ও চাল মজুতকারদের অভিযান পরিচালনা করার।
সরকারের কাছে তথ্য আছে, কতিপয় বড় বড় ব্যবসায়ী গ্রুপ চালের মওসুমে অধিক মুনাফা লাভের জন্য ধান ও চাল মজুত করছে। এসব প্রতিষ্ঠানের শস্যদানা লাইসেন্স আছে কি না, তাদের মূল ব্যবসা কী? এসব খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার একদিন পর মঙ্গলবার সকালে সচিবালয়ে নিজের মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
ওই বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তর থেকে পৃথক আটটি টিম গঠন করে মজুতের বিরুদ্ধে অভিযান পরিচালনার। একই সঙ্গে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে অভিযান চালানোর জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্তের পর পরেই মঙ্গলবার (৩১ মে) বিকালে রাজধানীর বাবু বাজারের চালের আড়তে অভিযান পরিচালনা করে খাদ্য মন্ত্রণালয়ের একটি টিম।
সারাদেশে অবৈধ মজুতদারের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এরই অংশ বিশেষ রাজধানীর বাবুবাজার চালের বাজারে মঙ্গলবার (৩১ মে) বাজার অভিযান পরিচালনা করে।
জেডএ/এনএইচবি/এমএমএ/