ইউক্রেন যুদ্ধ: বিশ্ব মন্দার শঙ্কা বিশ্ব ব্যাংক প্রধানের
ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশ্ব ব্যাংকের প্রধান ডেভিড ম্যালপাস।
বুধবার (মে) যুক্তরাষ্ট্রে একটি ব্যবসায়িক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। খবর বিবিসির।
তিনি বলেন, ‘আমরা কিভাবে মন্দা এড়াতে পারি- সেই পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ছে।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন মহল থেকে সামনের দিনগুলোতে বৈশ্বিক অর্থনীতি সঙ্কুচিত হয়ে আসতে পারে বলে যে সতর্কবার্তা আসছিল এবার তার সঙ্গে যুক্ত হলো বিশ্ব ব্যাংক প্রধানের এই আশঙ্কা।
ডেভিড ম্যালপাস বলেন, করোনাভাইরাস ঠেকাতে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীনে ধারাবাহিক লকডাউনের কারণেও অর্থনীতির গতি ধীর হয়ে যাচ্ছে, যা উদ্বেগ সৃষ্টি করেছে।
তিনি বলেন, আমরা যদি বৈশ্বিক জিডিপির দিকে তাকাই তাহলে কিভাবে একটি মন্দা আমরা এড়াতে পারব তার একটি পথ পাওয়া এ মুহূর্তে খুবই মুশকিল। শুধু জ্বালানির দাম দ্বিগুণ হওয়ার আশঙ্কাই এককভাবে একটি মন্দার সূচনা করার জন্য যথেষ্ট।
বিশ্ব ব্যাংকের প্রধান বলেন, ইউরোপের অনেক দেশ এখনও জ্বালানি তেল ও গ্যাসের জন্য রাশিয়ার উপর নির্ভরশীল। পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর থেকে তাদের জ্বালানির নির্ভরশীলতা কমিয়ে আনার পরিকল্পনা নিলেও তা বাস্তবায়নের জন্য সময় লাগবে।
রাশিয়া ওই অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ করার উদ্যোগ নিলে সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি ‘উল্লেখযোগ্য মাত্রায় ধীর’ হয়ে যাবে।
যুদ্ধের কারণে ইতোমধ্যে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানিকে বিপাকে ফেলে দিয়েছে। সার, খাদ্য ও জ্বালানি সংকটের কারণে উন্নয়নশীল দেশগুলোও ভুগছে।
আরএ/