এবার সব ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমন বন্ধ

ডলার নিয়ে সংকট চলতে থাকায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমন বুধবার (১৮ মে) বন্ধ করেছে। এর কয়দিন পরই ব্যাংকারদের সব ধরনের প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ নিষিদ্ধ করেছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে রবিবার (২২ মে) সার্কুলার জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রবিধি ও নীতি বিভাগের মহা ব্যবস্থাপক মো. আলী আকবর ফরাজী এ–সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছেন।
ওই সার্কুলারে বলা হয়েছে- ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিদের বিদেশ ভ্রমন, সভা সেমিনার, ওয়ার্কশপে অংশ নেওয়ায় বৈদেশিক মুদ্রার ব্যবহার বেড়েছে। তাই পুরনাদেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ সালের ক্ষমতা অনুযায়ী এ নির্দেশনা জারি করা হলো বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফর নিষিদ্ধ করা হয়। পরে বাংলাদেশ ব্যাংক তাদের নিজেদের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ বন্ধ করে। এর পরই রবিবারের (২২ মে) নির্দেশনার ফলে সরকারি-বেসরকারি খাতের কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী অফিশিয়াল কোনো কাজে বিদেশ যেতে পারবেন না।
এএজেড
