৪৬ বছরে কালো টাকার পরিমাণ ৮৯ লাখ কোটি

১৯৭২ সাল থেকে ২০১৮-১৯ অর্থবছর এ দীর্ঘ ৪৬ বছরে বাংলাদেশে কালো টাকার পরিমাণ হয়েছে ৮৮ লাখ ৬১ হাজার কোটি টাকা। এই টাকার ২ শতাংশ উদ্ধার করা হলে এক লাখ ৭৭ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হবে। একই সঙ্গে এই ৪৬ বছরে আট লাখ কোটি টাকা পাচার হয়েছে। এ থেকে ৭৯ হাজার কোটি টাকা উদ্ধার করা সম্ভব।
রবিবার (২২ মে) বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনায় সংবাদ সম্মেলনে বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ডক্টর আবুল বারাকাত এ কথা বলেন। রাজধানীর ইস্কাটন রোডে বাংলাদেশ অর্থনীতি সমিতির অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আবুল বারাকাত বলেন, এই কালো টাকা সাদা এবং পাচারকৃত অর্থ উদ্ধার করা হলে আগামী ২০২২-২৩ অর্থবছরে ২০ লাখ ৫০ হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়ন সম্ভব। যা বর্তমান সরকারের বাজেটের সাড়ে তিন গুণ বেশি। আমাদের বাজেটে রাজস্ব আয় হবে ১৮ লাখ ৭৯ হাজার কোটি টাকা। ঘাটতি থাকবে এক লাখ ৮০ হাজার কোটি টাকা। ঘাটতি বাজেট কালো টাকা ও বিদেশে অর্থপাচারকৃত অর্থ আদায় করলেই বাজেট বাস্তবায়ন সম্ভব।
বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি বলেন, আমাদের প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন করলে আগামী দশ বছরের মধ্যে একটি বিপদজনক বৈষম্যমূলক অবস্থা থেকে স্বল্পবৈষম্যমূলক ব্যবস্থায় পৌঁছানো সম্ভব। অন্যদিকে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ দরিদ্র ও নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্তের অবস্থানকে শক্তিশালী একটি মধ্যবিত্ত শ্রেণির অবস্থানে পৌঁছানো সম্ভব।
জেডএ/আরএ/
