কাল ইঞ্জিনিয়ারদের আজীবন সম্মাননা দেবে আইইবি

ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)’তে নানা সময়ে নেতৃত্ব দেওয়া বরেণ্য ও কৃতি প্রকৌশলীদের আজীবন সম্মাননা দেওয়া হবে। যারা মারা গিয়েছেন, তাদের মরণোত্তোর সম্মান জানাবেন তারা।
এর বাদেও ঈদ পূর্ণমিলনী হবে সারা দেশের বিভিন্ন প্রান্তে কাজ করা প্রকৌশলীদের। সারাদিনের অনুষ্ঠান শেষে ২১ মে আগামীকাল ২০২২ তারিখে বিকেল চারটা থেকে ঢাকার রমনা পার্কের উল্টোদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)’র স্থায়ী কার্যালয় ও সদর দপ্তর শহীদ প্রকৌশলী ভবন রমনা ঢাকায় আজীবন সম্মাননার বিরাট ও বর্ণাঢ্য আয়োজনটি করবেন বাংলাদেশের প্রকৌশলীরা।
এই অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন প্রবীণ প্রকৌশলী, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের অন্যতম নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এমপি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণায়ল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
বিশেষ অতিথি হবেন ইঞ্জিনিয়ার আবদুস সবুর, প্রাক্তন সভাপতি, আইইবি। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, আওয়ামী লীগ।
সভাপতিত্ব করবেন প্রকৌশলী মো. নুরুল হুদা, সভাপতি আইইবি।
এই অনুষ্ঠানের জন্য ফোন করতে পারেন : ০১৫২১৩৩৪০০৪, সাইফুল ইসলাম রনি, জনসংযোগ কর্মকর্তা, আইইবি।
ওএস।
