বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ | ৩ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বাণিজ্যমেলার ক্রেতা-বিক্রেতাদের ভোগাবে সড়ক

রাজধানীর নতুন শহর পূর্বাচলের ৪নং সেক্টর হটাৎমার্কেটের পাশে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) আগামী ১ জানুয়ারি শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। এখানে তেমনভাবে জনবসতি গড়ে না উঠায় সাধারণ মানুষের যাতায়াতের জন্য সচরাচর কোনো পরিবহন নেই। কুড়িল বিশ্বরোড মোড় থেকে প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ এই পথে সাধারণ মানুষের একমাত্র শেষ ভরসা বিআরটিসি (আর্টিকুলেটেড) বাস ও রিকশা। এসব বাহন পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে।

বিবিসিএফইসি-এ বাণিজ্যমেলা শুরু হলে দর্শনার্থী, ক্রেতা ও বিক্রেতাদেরও একই দশা হবে বলে জানান ভূক্তভোগিরা। রাজধানী থেকে মেলার নতুন জায়গায় যাওয়ার একমাত্র পথ হচ্ছে বিশ্বরোড-কাঞ্জনব্রিজ সড়ক। ১০০ ফুট চওড়া খাল খনন প্রকল্পের কাজ চলমান থাকায় সড়কে ব্যাপক যানজট হচ্ছে। সড়ক ভোগাবে ক্রেতা ও বিক্রেতাদের।

সম্প্রতি মেলার প্রস্তুতি দেখতে সরেজমিনে গেলে এমনই চিত্র দেখা যায়।

নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জের কাঞ্চনব্রিজের কাছে হটাৎমার্কেটের পাশে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ২৬তম এ মেলার আয়োজন করছে। মেলায় যাতায়াতের ব্যাপারে জানতে চাইলে ইপিবির পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী ঢাকাপ্রকাশকে বলেন, ইপিবি থেকে বিআরটিসিকে চিঠি দেওয়া হয়েছে। তারাও মেলায় দর্শনার্থী, ক্রেতা-বিক্রেতাদের কথা বিবেচনা করে ৩০টি বিআরটিসি বাস দিতে রাজি হয়েছে। এসব বাসেই সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতারা যাতায়াত করতে পারবেন।

তিনি আরও বলেন, ‘আগামী ১ জানুয়ারি থেকে পূর্বাচলে বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী ১ জানুয়ারি এর উদ্বোধন করবেন। সেভাবে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। পূর্বাচলে নতুন জায়গায় এবার বাণিজ্য মেলা শুরু হতে যাচ্ছে। তাতে ২২৫টি প্যাভিলন ও স্টল অংশ নিচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন জায়গায় মেলার আয়োজন হচ্ছে, ভালো লাগছে। তবে সেলসম্যানসহ ক্রেতা-বিক্রেতাদের যাতায়াতে খুবই সমস্যা হবে। কারণ সড়কের কাজ চলছে। অন্যদিকে রাজধানী থেকে পূর্বাচলে সরাসরি বাসও তেমন চলে না।

হঠাৎমার্কেটের স্থানীয় ব্যবসায়ী রফিকুল ঢাকাপ্রকাশ-কে বলেন, নতুন জায়গায় নতুন পরিবেশে এবার বাণিজ্য মেলা হচ্ছে। ভালোই লাগছে। তবে সড়কের কারনে ভুগবেন ক্রেতা-বিক্রেতারা।

কাঠ ব্যবসায়ী আব্দুস সালামের দাবি, আগারগাঁয়ে যেভাবে মেলা জমে উঠত এখানে সেভাবে জমবে না। কারণ যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। যাদের প্রাইভেট গাড়ি রয়েছে তারা ভাঙ্গা-চোরা সড়কে আসতে পারলেও সাধারণ মানুষ সহজে আসতে পারবে না। কারণ সচরাচর বাস নেই। অন্য পরিবহনও নেই।

উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে ঢাকার শেরে বাংলা নগরে এ মেলার আয়োজন করে আসছে ইপিবি। প্রতিবছর জানুয়ারির ১ তারিখ প্রধানমন্ত্রী এ মেলার উদ্বোধন করেন। কিন্তু অনেক অর্থ ব্যয় করে নতুনভাবে মেলার অবকাঠমো গড়ার পর আবার ভাঙ্গতে হয়। এতে সময় ও অর্থের অপচয় হওয়ায় সরকার ২০১৫ সালে উদ্যোগ নেয় মেলার স্থায়ী জায়গার জন্য।

ইপিবি সূত্র জানায়, চীন ও বাংলাদেশের যৌথ অর্থায়নে রপ্তানি উন্নয়ন ব্যুরো পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার ৪নং সেক্টরে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টার নির্মাণ করেছে। মেলার অবকাঠামো নির্মাণের কাজ গত বছরের ৩০ নভেম্বর সম্পন্ন হয়েছে। বর্তমানে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টার নামকরণ করে গত ২১ অক্টোবর ভবনটির উদ্বোধন করা হয়েছে। তারপর থেকেই ৩৫ একর বা ১০৫ বিঘা জমিতে গড়ে উঠা সেন্টার অপেক্ষা করছে ২৬ তম বাণিজ্যমেলার জন্য।

জেডএ/এএস

Header Ad
Header Ad

দিনাজপুরে অর্ধকোটি টাকার নিষিদ্ধ ট্যাবলেটসহ আটক ২

অর্ধকোটি টাকার নিষিদ্ধ ট্যাবলেটসহ আটক ২। ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে ২২ হাজার পিস নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত এসব ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

আটককৃতরা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আইভাঙ্গী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু হায়াত (৩৭) ও দিনাজপুরের জেলার ঘোড়াঘাট উপজেলার মিতালী গুচ্ছগ্রামের সেকেন্দার আলীর ছেলে আখিনুর মিয়া (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার সময় মাদকদ্রব্য পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের কামদিয়া এলাকায় অভিযান চালান। এ সময় সেখানে সন্দেহভাজন একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ২২ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবত মাদকের জমজমাট ব্যবসা করে আসছে। তাদের নামে মামলা হয়েছে। আজ দুপুরে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Header Ad
Header Ad

রাষ্ট্রদ্রোহের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

জয়পুরহাটে রাষ্ট্রদ্রোহের মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে মামলাটি নিষ্পত্তি করে দেওয়া হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০১৪ সালে লন্ডনে বক্তব্য দিয়েছিলেন। ওই বক্তব্যে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মন্তব্য করেন। তার বক্তব্য নিয়ে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এরপর ২০১৫ সালের ২৮ মে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা বাদী হয়ে তারেক রহমানের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় রাষ্ট্রদ্রোহ ও মানহানির একটি মামলা করেন। পুলিশ এই মামলায় আদালতে ২০১৬ সালের ৩ নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন। শুনানি শেষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম সুন্দর রায় এ মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি দিয়ে মামলাটি খারিজ করে দিয়েছেন।

আসামিপক্ষের আইনজীবী নাজমুল ইসলাম জনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। মামলাটি দায়ের পর থেকে বাদী নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা আদালতে উপস্থিত হননি। আদালত তারেক রহমানকে মামলা থেকে খালাস দিয়ে মামলাটি খারিজ করে দিয়েছেন।

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি এটিএম মুজাহিদ আজিজ মনা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলায় কোনো উপাদান ছিল না। আদালত তারেক রহমানকে অব্যাহতি দিয়ে মামলাটি খারিজ করে দিয়েছেন। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ মামলাটি দায়ের করা হয়েছিল।

Header Ad
Header Ad

শামা ওবায়েদকে নিয়ে বিরূপ মন্তব্য, কনটেন্ট ক্রিয়েটর ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ঝাড়ু মিছিল বের করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা । ছবি: সংগৃহীত

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুকে নিয়ে বিরূপ মন্তব্য করায় ফরিদপুরের নগরকান্দা ও সালথায় কথিত প্রবাসী সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটর ইলিয়াস বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে নগরকান্দা সদর বাজার থেকে ঝাড়ু মিছিল বের করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর জেলা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম বাবু প্রমুখ।

এদিকে বিকেলে সালথায় বিক্ষোভ মিছিল করে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক চৌধুরীর ইমদাদ আলী সিদ্দিকী খসরু, ফরিদপুর ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল আলম, সালথা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম, যুবদল নেতা আবুল খায়ের, বালাম হোসেন, শ্রমিক দল নেতা কালাম হোসেন প্রমুখ। এ ছাড়া বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ‘শামা ওবায়েদকে হেয় করতে তাকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন নানা ধরনের মিথ্যা গুজব ছড়াচ্ছেন। যা ফরিদপুর-২ আসনের জনগণ মেনে নেবে না। আমরা সাংবাদিক ইলিয়াসকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানাই।’

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দিনাজপুরে অর্ধকোটি টাকার নিষিদ্ধ ট্যাবলেটসহ আটক ২
রাষ্ট্রদ্রোহের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান
শামা ওবায়েদকে নিয়ে বিরূপ মন্তব্য, কনটেন্ট ক্রিয়েটর ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
প্রধান উপদেষ্টা মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন
সাকিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
এবার ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপে ট্রাম্পের হুমকি
কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের দুই বছর আজ
কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
সাদপন্থিদের সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জোবায়েরপন্থিদের
অস্কারের সংক্ষিপ্ত তালিকা থেকে ছিটকে পড়ল 'বলী’
অনুমোদন পাওয়া ভেন্যু বাতিল, অনিশ্চয়তায় ফোক ফেস্ট
প্রতিবেশী রাষ্ট্র ভারত নিজেদের প্রভু মনে করে: রিজভী
গঠন হচ্ছে ‌‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’
যশোরের শার্শা সীমান্ত থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
ইজতেমা ময়দান এলাকায় ১৪৪ ধারা জারি
পূর্বাচলের লেক থেকে সুজানার পর বন্ধু কাব্যের মরদেহ উদ্ধার
আজকের এই দিনে মুক্তির স্বাদ পান নওগাঁবাসী
বঙ্গভবনে হারানো মোবাইল ফিরে পেলেন মির্জা আব্বাস
স্পিরিট অব জুলাই কনসার্ট: টোল ফ্রি থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে