সপ্তাহের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম
দাম কমানোর এক সপ্তাহের ব্যবধানে আবার বাড়ছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়ানোর ঘোষণা দিলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি –বাজুস। মঙ্গলবার ( ১৭ মে) এই ঘোষণা দিয়েছে। যা বুধবার (১৮ মে) থেকে কার্যকর হবে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে। অন্য মানের স্বর্ণের দামও প্রায় একই হারে বেড়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির এম এ হান্নান আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম ৬৭১০ টাকা যা ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ২৬৫ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের এক গ্রাম ৬৪০৭ টাকা বা প্রতি ভরি ৭৪ হাজার ৭০৭ টাকা করা হয়েছে। ১১ ক্যারেটের এক গ্রামের দাম ৫৪৯০ টাকা বা প্রতি ভরি ৬৪ হাজার ৩৫ টাকা, এছাড়া সনাতনি প্রতি গ্রাম স্বর্ণ ৪৫৭৫ টাকা বা ৫৩ হাজার ৩৬৩ টাকা করা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশের বাজারে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ৭৯ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করেছিল বাজুস। তার চার দিন আগে ৪ মার্চ বাড়ানো হয়েছিল ভরিতে ৩ হাজার ২৬৫ টাকা। এরপর গত ১৫ মার্চ দেশের বাজারে ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস। ২১ মার্চ কমানো হয় ভরিতে আরও ১ হাজার ৫০ টাকা। গত ১১ এপ্রিল সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ৮৪৯ টাকা নির্ধারণ করে। এর কয়দিন পরই ২৫ এপ্রিল প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়। সর্বশেষ ১০ মে কমানো হয়েছিল স্বর্ণের দাম।
জেডএ/এএজেড