অহেতুক ব্যয় করা যাবে না: প্রধানমন্ত্রী
ফাইল ফটো
শুধু সরকারি নয়, বেসরকারি সব খাতেও অর্থ ব্যয়ে সাশ্রয়ী হতে হবে। ঘরে বাইরে বিদ্যুৎ-পানি থেকে শুরু করে সব খাতে অপচয় রোধ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৭ মে) শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী ও এনইসির চেয়ারপারসন শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।
সভায় ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকার ব্যয় সম্বলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া স্বায়ত্বশাসিত সংস্থা বা কর্পোরেশনের প্রায় ৯ হাজার ১৩০ কোটি টাকার এডিপি অনুমোদিত হয়েছে।
সভা শেষে প্রধানমন্ত্রীর এ অনুশাসন তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, ‘এনইসি সভায় প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের অর্থ ব্যয় সাশ্রয়ী হতে হবে। কোনোমতে অপচয় করা যাবে না। জনগণ ও দেশের বেশি প্রয়োজন এমন অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়ন করতে হবে। অহেতুক বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। ঘরে-বাইরে সর্বত্র অপচয় রোধ করতে হবে। পানি ও বিদ্যুতে সাশ্রয়ী হতে হবে। প্রধানমন্ত্রী ভ্রমণের বিষয়ে নির্বাহী আদেশ দিয়েছেন। সুতরাং সব বিষয়ে সাশ্রয়ী হতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ব্যয়ে ঘাটতি সবার থাকবে, অফুরন্ত সম্পদ কারও নেই। গুরুত্বপূর্ণ প্রকল্প আগে নিতে হবে।
মন্ত্রী বলেন, আজকের সভা মাইলস্টোন, কারণ কোভিড ম্যানেজমেন্ট আমরা সফল হয়েছি। সীমিত সম্পদ দিয়ে কৌশলে সিদ্ধান্তের কারণে এটা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনার কারণে এটা সম্ভব হয়েছে। কৃষি কাজ চলেছে, শিল্পের চাকা ঘুরেছে। তাই করোনাকালেও জিডিপির প্রবৃদ্ধি সাড়ে ৫ শতাংশ অর্জন হয়েছে। সারাবিশ্বে সুনাম অর্জন হয়েছে। বিদেশি ৯৩ হাজার কোটি টাকা ঋণের ব্যাপারে গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করলে পরিকল্পনা মন্ত্রী বলেন, আমরা এ ধরনের বিদেশি ঋণে ভীত নই। তবে আমরা সতর্ক থাকব। আমরা প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করব।
জেডএ/আরএ/