বাজেটের কমপক্ষে ১ শতাংশ বরাদ্দের দাবি সাংস্কৃতিক জোটের
সংস্কৃতিকে জাতির মনন বিকাশের সোপান বিবেচনা করে জাতীয় বাজেটের কমপক্ষে ১ শতাংশ সংস্কৃতিখাতে বরাদ্দের দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বরাদ্দের একটি বড় অংশ অবকাঠামোগত উন্নয়ন, প্রশিক্ষণ, সংগঠনের অনুদান, শিল্পী সম্মানি এবং বিশেষ কর্মসূচি বাস্তবায়নে ব্যয় হবে বলে জানিয়েছে জোট। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোট এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানায়।
জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আহকাম উল্লাহর সঞ্চালনায় লিখিত বক্তব্য প্রদান করেন জোট সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন জোট সহ-সভাপতি, জাতীয় কবিতা পরিষদ সভাপতি কবি ড. মুহাম্মদ সামাদ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাবেক সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামান, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রেজীনা ওয়ালী লীনা, যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল হক আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান, দপ্তর সম্পাদক শিরিন ইসলাম, শহিদুল ইসলাম নাজু, সিদ্দিকুর রহমান পারভেজ, মাসরুক টিটু। বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট, সম্পাদকমণ্ডলীর সদস্য ফকির সিরাজুল ইসলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য আরিফ রহমান, নির্বাহী সদস্য স্বপন চৌধুরী, নির্বাহী সদস্য তারেক আলী মিলন, দনিয়া সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি শাহনেওয়াজ, আদি ঢাকা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হানিফ খান। সঙ্গীতশিল্পী সাইফুল ইসলাম, সঙ্গীতশিল্পী সালাহউদ্দিন সোহাগ, সঙ্গীতশিল্পী রেজা হোসেন, সঙ্গীতশিল্পী আমিনুর রহমান চৌধুরী বখতিয়ার, নাট্যশিল্পী খন্দকার আতিক, নাট্যশিল্পী শাকিল আহমেদ।
এমএ/