আবাসন মেলা শুরু ২৩ ডিসেম্বর
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করায় গত বছর হয়নি আবাসন মেলা।পরিস্থিতির উন্নতি হওয়ায় রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (রিহ্যাব) আয়োজন করতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী আবাসন মেলা।
এবারের মেলায় ২০০টিরও বেশি স্টল থাকছে। এর মধ্যে নির্মাণসামগ্রীর সাথে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানও অংশ নেবে। আগামী বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) শুরু হয়ে এ মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।
বরাবরের মতো এবারও মেলা হবে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনের পর বেলা ২টা থেকে ক্রেতা-দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। অন্যান্য দিন মেলা শুরু হবে সকাল ১০টায়। বিরতিহীনভাবে চলবে রাত ৯টা পর্যন্ত।
রবিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য জানানো হয়।
রিহ্যাব জানায়, ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে রিহ্যাব প্রায় ২০ বছর ধরে মেলার আয়োজন করছে। এবার বড় পরিসরে আগের জায়গায় মেলা আয়োজন করা হচ্ছে।