১২ মে দেওয়া হবে রেমিট্যান্স অ্যাওয়ার্ড
করোনার বিধি-নিষেধের কারণে গত দুই বছর প্রবাসীদের জন্য ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ বন্ধ রেখেছিল বাংলাদেশ ব্যাংক। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশে নেই বিধি-নিষেধ। তাই আগামী ১২ মে এই অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এবার ৬৭ জন প্রবাসীকে দেওয়া হবে অ্যাওয়ার্ড। ইতোমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সংশ্লিষ্ট সূত্রে এ সব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বিদেশ থেকে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্যাংক ২০১৪ সালে ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ চালু করে। হুন্ডি প্রতিরোধে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোকে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়। কারণ হুন্ডির মাধ্যমে অনেক প্রবাসী রেমিট্যান্স পাঠান। এতে দেশের আর্থিক খাত ও সরকার ক্ষতিগ্রস্ত হয়। প্রবাসী, বন্ডে বিনিয়োগ ও এক্সচেঞ্জ হাউজ এই তিন ক্যাটাগরিতে রেমিট্যান্স আওয়ার্ড দেওয়া হয়। প্রবাসীদের অবদানের স্বীকৃতি, ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রা পাঠানোয় উৎসাহিত এবং বৈদেশিক মুদ্রার বন্ডে বিনিয়োগ উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এরপর থেকে রেমিট্যান্সে প্রথমে দুই শতাংশ থেকে বাড়িয়ে আড়াই শতাংশ প্রণোদনা দেওয়ার ব্যবস্থাও করেছে সরকার। এতে বিভিন্ন দেশ থেকে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি করে রেমিট্যান্স বেশি আসছে। এতে একদিকে রিজার্ভ বাড়ছে, অন্যদিকে প্রবাসীরাও লাভবান হচ্ছেন।
২০১৪ সাল থেকে নিয়মিত এই পুরস্কার দেওয়া হয়। কিন্তু ২০১৯ সালে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এরফলে সরকারও দেশে সাধারণ ছুটি ও লকডাউন ঘোষণা করে। সভা-সমাবেশ বন্ধ ঘোষণা করে। পরিস্থিতি উন্নতি হওয়ায় সরকার সম্প্রতি সব কিছু খুলে দিয়েছে। মানুষের জীবনও স্বাভাবিক হয়ে উঠেছে। তাই বাংলাদেশ ব্যাংকও এই পুরস্কার দেওয়ার ঘোষণা দেয়। যারা পুরস্কার পাবেন ইতোমধ্যে তাদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।
জেডএ/আরএ/