রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

অ্যামাজনকে ভারতের ২০০ কোটি রুপি জরিমানা

বিশ্বের অন্যতম সেরা ই-কমার্স অ্যামাজনকে জায়ান্ট ফিউচার গ্রুপের সঙ্গে চুক্তি ইস্যুতে ভারতের কমপিটিশন কমিশন অব ইন্ডিয়া (সিসিআই) কর্তৃক ২০০ কোটি রুপি জরিমানা করা হয়েছে । এনডিটিভি'র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক বিবৃতিতে কমিশন জানায়, ফিউচার কুপনস প্রাইভেট লিমিটেডের সঙ্গে অ্যামাজনের দুই বছর আগে যে চুক্তি হয়েছিল তা তথ্য গোপন করার অভিযোগে আপাতত স্থগিত করা হয়েছে। চুক্তির সব তথ্য আবার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত চুক্তি স্থগিত থাকবে। ২০১৯ সালে ফিউচার গ্রুপ ও অ্যামাজনের মধ্যে যে চুক্তি হয়েছিল, তাতে একাধিক ভুল ছিল। সেই চুক্তিতে তথ্যও গোপন করা হয়।

ফিউচার গ্রুপ রিলায়েন্সের সঙ্গে ২৪ হাজার ১৭৩ কোটি টাকার চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, ফিউচার গ্রুপ তার খুচরা, পাইকারি ও লজিস্টিক ব্যবসা মুকেশ আম্বানির রিলায়েন্সের কাছে বিক্রি করে দেবে। এ নিয়ে আমাজনের সঙ্গে তার বিবাদ চলছে। এমন পরিস্থিতিতে প্রতিযোগিতা কমিশন এই সিদ্ধান্ত নিল।

আমাজনের বক্তব্য হচ্ছে, ফিউচার গ্রুপের সঙ্গে তাদের চুক্তি অনুসারে ফিউচার গ্রুপ যেসব কোম্পানির কাছে খুচরা ব্যবসা বিক্রি করতে পারবে না, তাদের মধ্যে একটি কোম্পানি হচ্ছে রিলায়েন্স।

২০১৯ সালে ফিউচার গ্রুপের ৪৯ শতাংশ অংশীদারি কিনতে সম্মত হয় আমাজন। ফিউচার রিটেইলে আবার ৭ দশমিক ৩ শতাংশ অংশীদারি আছে ফিউচার গ্রুপের।

২০১৯ সালে এই চুক্তিতে সম্মতি দেওয়ার সময় ভারতের প্রতিযোগিতা কমিশন বলেছিল, আমাজন চুক্তিতে যে তথ্য প্রদান করেছে, তা যদি পরবর্তীকালে অসত্য বা ভুল প্রমাণিত হয় তবে তারা সম্মতি ফিরিয়ে নেবে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে অ্যামাজনের ২০০ কোটি রুপি জরিমানার বিষয়টি জানানো হয়। ৫৭ পাতার নির্দেশনায় সিসিআই জানিয়েছে, একাধিক নিয়ম লঙ্ঘন করে তথ্য গোপন করার কারণে অ্যামাজনের সঙ্গে ফিউচার কুপনসের চুক্তি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থগিত থাকবে। সিসিআই নিয়ম লঙ্ঘনের ব্যাখ্যা হিসেবে জানিয়েছে, অ্যামাজন ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করেছে, যাতে প্রতিযোগিতা কমিশনের ছাড়পত্র পেতে তাদের কোনো সমস্যা না হয়।

তবে এক বিবৃতিতে অ্যামাজন মুখপাত্র জানিয়েছেন, এই সংক্রান্ত ভারতের প্রতিযোগিতা কমিশনের নির্দেশনামাটি তারা খতিয়ে দেখছে। এ বিষয়ে পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হবে, সেটা ঠিক করা হবে।

 

এসটি/

 

 

 

 

Header Ad
Header Ad

বিখ্যাত লালনগীতি শিল্পী ফরিদা পারভিন আইসিইউতে

বিখ্যাত লালনগীতি শিল্পী ফরিদা পারভিন। ছবিঃ সংগৃহীত

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লালনগীতি শিল্পী ফরিদা পারভীন।

শনিবার (০১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজে ভর্তি করানোর পর এই শিল্পীকে আইসিইউতে রাখা হয় বলে জানিয়েছেন তার স্বামী যন্ত্রসংগীত শিল্পী গাজী আবদুল হাকিম।

তিনি বলেন, "ফরিদার শরীরটা একটু খারাপ হয়েছিল, আইসিইউতে আছে।

“সকালে শ্বাসকষ্ট উঠেছিল। এখন একটু ভালো আছে; চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন। ঠিক হয়ে যাবে, সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।"

ফরিদা পারভীনের অবস্থা ‘চিন্তার কিছু নয়’ বলে আশ্বস্ত করেছেন তার মেয়ে দিহান ফারিয়া। গ্লিটজকে তিনি বলেন, "আম্মার এটা রেগুলার টেস্ট, ওরা একটু বেশিই বাড়িয়ে বলে ফেলছে।

“আম্মার অনেকদিন ধরেই কিডনির সমস্যা, এটা রেগুলার টেস্টের মতই। অনেক দিন ধরেই তো কিডনি সমস্যায় ভারত ও থাইল্যান্ডে চিকিৎসা করানো হয়েছে। এটা খুব চিন্তার কিছু নয়।"

নজরুলসংগীত ও দেশাত্মবোধক গানে শুরুর পর লালনসংগীতে গিয়ে শ্রোতাদের কাছে বেশ পরিচিতি পান ফরিদা পারভীন।

সাধক মোকসেদ আলী শাহর কাছে ফরিদা পারভীন লালনসংগীতে তালিম নেন।

ফরিদা পারভীন ১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। ২০০৮ সালে জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন তিনি।

বেশ কয়েকটি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে।

Header Ad
Header Ad

খাল খননের উদ্বোধনে লাল গালিচা! ব্যাখ্যা দিল সিটি করপোরেশন  

ছবিঃ সংগৃহীত

রাস্তার পাশের খালে একটি ভাসমান এক্সক্যাভেটরে লোহার শিট দিয়ে বানানো হয়েছে অস্থায়ী চলার পথ। ওই শিটের ওপর বিছানো হয়েছে লাল রঙের কার্পেট। সেখান থেকে কার্পেট উঠে এসেছে সড়কে।

অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা সড়ক থেকে ওই লালগালিচা বিছানো পথে হেঁটে এক্সক্যাভেটর দিয়ে উদ্বোধন হল ঢাকার খাল সংস্কার কাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ছবি ছড়িয়ে পরলে নেটিজেনদের সমালোচনা-আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয় লালগলিচা।

রোববার (০২ ফেব্রুয়ারি) ঢাকার মিরপুর-১৩ নম্বর সেকশনের রূপসী প্রো-অ্যাকটিভ সিটির কাছে বাউনিয়া খাল খনন উদ্বোধনকালে এমন দৃশ্য দেখা যায়।

খাল উদ্বোধনের জন্য লালগালিচা বিছানোর কারণ জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন গণমাধ্যমকে বলেন, “ডিএনসিসি বিষয়টির একটি ব্যাখ্যা দিচ্ছে।”

পরে সংবাদমাধ্যমে একটি প্রেস নোট পাঠায় ঢাকা উত্তর সিটি করপোরেশন।

জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনের স্বাক্ষরে পাঠানো প্রেস নোটে বলা হয়, রোববার মিরপুরে বাউনিয়া খালের প্রান্তে খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়া শেষে অতিথিরা ভাসমান এক্সক্যাভেটরে ওঠেন।

“ভাসমান এক্সক্যাভেটর কোনো স্থায়ী পন্টুনে নয়, একটি অস্থায়ী স্থানে রাখা হয়েছে। এক্সক্যাভেটরে ওঠার রাস্তাটি অনেক ঢালু ও কাদা-মাটির এবং এক্সক্যাভেটরের মেঝেটি পিচ্ছিল। এ কারণে অতিথিদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য এবং চলাচল এলাকা দৃষ্টিগ্রাহ্য করতে একটি লাল রঙের কার্পেটের মত ম্যাট ব্যবহার করা হয়েছে।”

সিটি করপোরেশন বলছে, “এটি কোনো আনুষ্ঠানিক লাল গালিচা নয়, বরং শুধুমাত্র নিরাপত্তার স্বার্থে রাখা একটি ব্যবস্থা। এখানে কোনো ধরনের অপব্যয় বা অতিরিক্ত শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্য নেই। যেহেতু ভাসমান এক্সক্যাভেটরে ওঠানামার ক্ষেত্রে নিরাপত্তা গুরুত্বপূর্ণ, তাই ডিএনসিসি কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।”

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উত্তর ও দক্ষিণ সিটির ছয়টি খালের সংস্কার কাজের উদ্বোধন করেন। পরে ওপরের সড়কে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন তারা।

Header Ad
Header Ad

আবারও বাড়লো এলপি গ্যাসের দাম    

ছবিঃ সংগৃহীত

ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৪৫৯ টাকা থেকে ১৯ টাকা বাড়িয়ে ১,৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া প্রতিলিটার অটোগ্যাসের দাম ৮৯ পয়সা বাড়িয়ে ৬৭ টাকা ৭৪ পয়সায় নির্ধারণ করা হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) নতুন এ দামের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

এর আগে জানুয়ারি মাসের শুরুতে অপরিবর্তিত রাখা হয়েছিল এলপিজির দাম। তবে গত ১৪ জানুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১,৪৫৯ টাকা পুনর্নির্ধারণ করা হয়।

এদিকে জানুয়ারি শুরুতে ৩ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৭৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল অটোগ্যাসের দাম। এরপর গত ১৪ জানুয়ারি অটোগ্যাসের দাম ৪৯ পয়সা বাড়িয়ে ৬৭ টাকা ২৭ পুনর্নির্ধারণ করা হয়। আর গত ২২ জানুয়ারি ৪২ পয়সা কমিয়ে পুনর্নির্ধারণ করা হয় ৬৬ টাকা ৮৫ পয়সা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিখ্যাত লালনগীতি শিল্পী ফরিদা পারভিন আইসিইউতে
খাল খননের উদ্বোধনে লাল গালিচা! ব্যাখ্যা দিল সিটি করপোরেশন  
আবারও বাড়লো এলপি গ্যাসের দাম    
যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ বাবার প্রতিনিধিত্ব করবেন জাইমা  
তিতুমীরকে নয় রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করা উচিত : শিক্ষা উপদেষ্টা  
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও ইনকিলাব মঞ্চের
চার দাবিতে প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান কুবি শিক্ষার্থীদের
ত্রয়োদশ সংসদ নির্বাচন : টাঙ্গাইলে ৮টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
যে কারণে বিসিবি নির্বাচকের দায়িত্ব ছেড়ে দিলেন হান্নান সরকার
নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের কোনো আস্থা ছিল না:নির্বাচন কমিশনার
একনেকে সাড়ে ১২ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
লাখ টাকা নিয়েও যাননি অনুষ্ঠানে, অপু বিশ্বাসের নামে প্রতারণার অভিযোগ
লাল গালিচায় খালে নেমে তিন উপদেষ্টার খননের উদ্বোধন
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা আটক
৯ জেলায় বিএনপির নতুন কমিটি ঘোষণা
সিরাজগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
পুরুষের প্রজনন ক্ষমতা বাড়ায় যে ৫ খাবার
অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান সম্ভব নয়: উপদেষ্টা আসিফ
গোপনে বাংলাদেশে এসে টিউলিপের তথ্য নিয়ে গেছে ব্রিটিশ গোয়েন্দারা
শেফিল্ড অভিষেকেই আলো ছড়ালেন হামজা চৌধুরী, হলেন ম্যাচসেরাও