অ্যামাজনকে ভারতের ২০০ কোটি রুপি জরিমানা
বিশ্বের অন্যতম সেরা ই-কমার্স অ্যামাজনকে জায়ান্ট ফিউচার গ্রুপের সঙ্গে চুক্তি ইস্যুতে ভারতের কমপিটিশন কমিশন অব ইন্ডিয়া (সিসিআই) কর্তৃক ২০০ কোটি রুপি জরিমানা করা হয়েছে । এনডিটিভি'র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এক বিবৃতিতে কমিশন জানায়, ফিউচার কুপনস প্রাইভেট লিমিটেডের সঙ্গে অ্যামাজনের দুই বছর আগে যে চুক্তি হয়েছিল তা তথ্য গোপন করার অভিযোগে আপাতত স্থগিত করা হয়েছে। চুক্তির সব তথ্য আবার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত চুক্তি স্থগিত থাকবে। ২০১৯ সালে ফিউচার গ্রুপ ও অ্যামাজনের মধ্যে যে চুক্তি হয়েছিল, তাতে একাধিক ভুল ছিল। সেই চুক্তিতে তথ্যও গোপন করা হয়।
ফিউচার গ্রুপ রিলায়েন্সের সঙ্গে ২৪ হাজার ১৭৩ কোটি টাকার চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, ফিউচার গ্রুপ তার খুচরা, পাইকারি ও লজিস্টিক ব্যবসা মুকেশ আম্বানির রিলায়েন্সের কাছে বিক্রি করে দেবে। এ নিয়ে আমাজনের সঙ্গে তার বিবাদ চলছে। এমন পরিস্থিতিতে প্রতিযোগিতা কমিশন এই সিদ্ধান্ত নিল।
আমাজনের বক্তব্য হচ্ছে, ফিউচার গ্রুপের সঙ্গে তাদের চুক্তি অনুসারে ফিউচার গ্রুপ যেসব কোম্পানির কাছে খুচরা ব্যবসা বিক্রি করতে পারবে না, তাদের মধ্যে একটি কোম্পানি হচ্ছে রিলায়েন্স।
২০১৯ সালে ফিউচার গ্রুপের ৪৯ শতাংশ অংশীদারি কিনতে সম্মত হয় আমাজন। ফিউচার রিটেইলে আবার ৭ দশমিক ৩ শতাংশ অংশীদারি আছে ফিউচার গ্রুপের।
২০১৯ সালে এই চুক্তিতে সম্মতি দেওয়ার সময় ভারতের প্রতিযোগিতা কমিশন বলেছিল, আমাজন চুক্তিতে যে তথ্য প্রদান করেছে, তা যদি পরবর্তীকালে অসত্য বা ভুল প্রমাণিত হয় তবে তারা সম্মতি ফিরিয়ে নেবে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে অ্যামাজনের ২০০ কোটি রুপি জরিমানার বিষয়টি জানানো হয়। ৫৭ পাতার নির্দেশনায় সিসিআই জানিয়েছে, একাধিক নিয়ম লঙ্ঘন করে তথ্য গোপন করার কারণে অ্যামাজনের সঙ্গে ফিউচার কুপনসের চুক্তি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থগিত থাকবে। সিসিআই নিয়ম লঙ্ঘনের ব্যাখ্যা হিসেবে জানিয়েছে, অ্যামাজন ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করেছে, যাতে প্রতিযোগিতা কমিশনের ছাড়পত্র পেতে তাদের কোনো সমস্যা না হয়।
তবে এক বিবৃতিতে অ্যামাজন মুখপাত্র জানিয়েছেন, এই সংক্রান্ত ভারতের প্রতিযোগিতা কমিশনের নির্দেশনামাটি তারা খতিয়ে দেখছে। এ বিষয়ে পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হবে, সেটা ঠিক করা হবে।
এসটি/