টিআইবি-সিপিডি দুর্নীতির ভুল তথ্য দেয়: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব
ভ্যাকসিন কেনা ও মেগা প্রকল্পগুলোতে কোনো দুর্নীতি হয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, ‘মেট্রোরেল, রূপপুর পাওয়ার প্ল্যান্টের মত বড় বড় উন্নয়ন প্রকল্পে জাইকা, বিশ্বব্যাংক, রাশিয়া অর্থ দিয়ে থাকে। তারা সরাসরি জড়িত। তাহলে কি তারা দুর্নীতি করে। অথচ টিআইবি, সিপিডি খালি দুর্নীতির কথা বলে। তারা বাংলাদেশকে নিয়ে ভুল তথ্য দেয়’।
শনিবার (১৬ এপ্রিল) মতিঝিলে ফেডারেশন ভবনে এক্সপোর্ট চ্যালেঞ্জেস অব বাংলাদেশ আফটার গ্রাজুয়েশন ফ্রম এলডিসি স্ট্যাটাস অপশনস ফর প্রাইভেট সেক্টর সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এফবিসিসিআইর সভাপতি মো জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও শীর্ষ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব বলেন, ব্যবসায়ীরা উন্নয়ন কাজের পার্টনার উল্লেখ করে বলেন, ব্যবসায়ী ও আমলারাও মিলেমিশে উন্নয়ন কাজ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে গেলে ব্যবসায়ীদের ব্রান্ডিং করার জন্য সঙ্গে নিয়ে যান। টিআইবি, সিপিডি শুধু বাংলাদেশের উন্নয়ন নিয়ে দুর্নীতির কথা বলে। কিন্তু তাদের টাকা আসে কোথা থেকে। মুখ বুজে চুপ করে বসে থাকা যায় না। সবাই মিলে যন্ত্রণামুক্ত হয়ে দেশকে এগিয়ে নিতে চাই।
তিনি আরও বলেন, ঈমানের সঙ্গে কাজ করে ঈমানদারদের নিয়ে টানাটানি করলে কি ভালো লাগে? তবে একেবারে দুর্নীতি হয় না তা বলব না। কারণ বিদ্যুৎ সংযোগে আগে ২৪৫ দিন সময় লাগত। কিন্তু ব্যবসায়ীরা তো এই দীর্ঘ সময় বসে থাকতেন না। কিছু একটা করে। এভাবেই কিছুটা দুর্নীতি হতে পারে।
জেডএ/আরএ/