বাংলাদেশ বিদেশি বিনিয়োগের আকর্ষণীয় স্থান : পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত উপযোগী ও আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে তুরস্কের আঙ্কারায় ‘দি ইকনমিক পলিসি রিসার্চ ফাউন্ডেশন অব টার্কি- টেপাভ’ আয়োজিত ‘বাংলাদেশ-তুরস্ক অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক’ শিরোনামের গোল টেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিনিয়োগবান্ধব নীতির ফলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা ও পরিবেশ সৃষ্টি করা হয়েছে। তুরস্কসহ যেকোনও দেশ বাংলাদেশে বিনিয়োগের এই লাভজনক সুযোগ গ্রহণ করে বাংলাদেশের অব্যাহত উন্নয়নের অংশীদার হতে পারে।
গোলটেবিল আলোচনায় জলবায়ু পরিবর্তন, অভিবাসন, রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশ-তুর্কি সম্পর্ক, বাংলাদেশের বিস্ময়কর উন্নয়ন এবং বাংলাদেশ ও তুর্কির মধ্যে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা নিয়ে টেপাভের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান। এছাড়া টেপাভের কর্মকর্তারা আলোচনায় অংশগ্রহণ করেন।
আরইউ/এসআইএইচ/