শ্রীলঙ্কার পর্যটন ও কৃষিখাতে বাংলাদেশিদের বিনিয়োগের আহ্বান
পর্যটন ও কৃষি খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানিয়েছে শ্রীলঙ্কা। রবিবার (৩ এপ্রিল) দুপুরে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ আহ্বান জানান ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরত্নে।
সাক্ষাতকালে হাইকমিশনার বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য কর অবকাশসহ আকর্ষণীয় সুযোগ সুবিধা দিচ্ছে তার শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা অনাবাদী কৃষি জমিতে বিনিয়োগ করে লাভবান হতে পারবেন বাংলাদেশি উদ্যোক্তারা। এ ছাড়া পর্যটন, শিপিংখাতেও উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন হাইকমিশনার।
কলম্বো বন্দরে এখন ৪টি হারবার রয়েছে জানিয়ে শ্রীলঙ্কার কার হাইকমিশনার বলেন, আধুনিক আরও সুযোগ সুবিধা সংযুক্ত করা হয়েছে। বাংলাদেশের পণ্যবাহী বিদেশগামী জাহাজগুলোকে কলম্বো হয়ে যাওয়ার আহ্বান জানান হাইকমিশনার।
এ সময় এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন মুক্তি বাণিজ্য চুক্তির উপর জোর দিয়ে বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি হলে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো সহজ হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বেশিরভাগ বাণিজ্য হয়। কিন্তু প্রতিবেশী দেশের সঙ্গে ব্যবসা করলে তা বেশি লাভজনক হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি হাবীব উল্লাহ ডন, পরিচালক শমী কায়সার, ড. নাদিয়া বিনতে আমীন, এফবিসিসিআই পরিচালক প্রীতি চক্রবর্তী ও মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক।
আরইউ/এমএমএ/