মধুরস সুইটস ও রসকে জরিমানা
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী নিয়ম না মানায় মধুরস সুইটস ও রস লিমিটেডকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার (১৩ ডিসেম্বর) ধানমন্ডি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
বিএসটিআইর উপ-পরিচালক আবদুস সামাদ জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান-এর নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন ও পরিদর্শক মো. রফিক আজাদ অংশ নেন।
রাজধানীর ধানমন্ডি-৪ এ মমতাজ প্লাজায় মেসার্স মধুরস সুইটস এন্ড বেকারী এবং রস লিমিটেড-এর অবস্থান। ভোক্তাদের মধ্যে এ দুটি প্রতিষ্টানের ব্যাপক চাহিদা রয়েছে কিন্তু পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়াই চানাচুর, নিমকপাড়া, ঘি, ওভালটিন কুকিজ, লাচ্চা সেমাই ও ড্রাই কেক বিক্রি করে আসছে।
জেডএ/এমএমএ/