পুঁজিবাজারে সূচকের টানা পতন
ডিএসই ওয়েবসাইট
দেশের দুই পুঁজিবাজারেই লেনদেন চলছে টানা পতনের মধ্য দিয়ে। ডিএসই ও সিএসই ওয়েবসাইট বিশ্লেষণে দেখা যায়, দেশের দুই পুঁজিবাজারে আজ সোমবার (১৩ ডিসেম্বর) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।
দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজও মূল্য সূচকের বড় পতন দেখা গেছে।
আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৩৮ দশমিক ৩২ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৫ শতাংশ। যা গতকাল রোববার (১২ ডিসেম্বর) কমেছিল ৬৪ দশমিক ৩৫ পয়েন্ট বা ০ দশমিক ৯২ শতাংশ। আজ মূল্য সূচক অবস্থান করছে ৬ হাজার ৮৮২ দশমিক ০২ পয়েন্টে। লেনদেন হয়েছে ৬৯৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ১৮ দশমিক ৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৮৫ দশমিক ৩২ পয়েন্টে।
ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬০ দশমিক ৩১ পয়েন্টে।
ডিএসইতে মোট ৩৭৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, দর কমেছে ২২৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে আজ লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিই ১০৭ দশমিক ৪৬ পয়েন্ট কমে ২০ হাজার ১৫৮ দশমিক ৩১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার।
সিএসইতে লেনদেন করেছে ২৭৭টি কোম্পানি। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, দর কমেছে ১৬০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৪টির।
টিটি/