টাকা ফেরত পেলেন ই-কমার্সে প্রতারিত ৩০ গ্রাহক
আরও তিনটি ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারিত ৩০ জন গ্রাহক প্রায় ২৭ লাখ টাকা ফেরত পেয়েছেন। তারা পণ্য কেনার অর্ডার দিয়ে প্রতারিত হয়েছিলেন দালাল প্লাস, বাংলাদেশ ডিল ও আনন্দের বাজার নামের ই-কমার্স প্রতিষ্ঠান থেকে।
বুধবার (৯ মার্চ) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তাদের টাকা ফেরত দেওয়া হয়।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দালাল প্লাসের ১০ জন গ্রাহককে ৯ লাখ ৭ হাজার, বাংলাদেশ ডিলের ১০ গ্রাহককে ৫ লাখ ৪৬ হাজার এবং আনন্দের বাজারের ১০ গ্রাহককে ৬ লাখ ৫ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।
এ এইচ এম সফিকুজ্জামান জানান, আরও তিনটি প্রতিষ্ঠানের টাকা ফেরতের প্রক্রিয়া চলছে। এগুলো হচ্ছে শ্রেষ্ঠ ডট কম, আলিফ ওয়ার্ল্ড ও ধামাকা। তাদের গ্রাহকদের আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে টাকা ফেরত দেওয়া যাবে বলে আশা করা যায়। সব মিলিয়ে তখন ১১টি প্রতিষ্ঠান এই প্রক্রিয়ার মধ্যে আসবে।
এনএইচবি/এসএ/