মিলে মিলে হবে অভিযান
খোলা তেলের দাম নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্যের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, ‘না জেনে কেউ ভুল তথ্য দিবেন না, আতঙ্ক ছড়াবেন না। খোলা তেল ১৪৩ টাকা লিটার বিক্রি হচ্ছে। এর সঙ্গে বোতলের দাম ১৫ টাকা যোগ করে ১৫৮ টাকা লিটার বিক্রি করতে হবে। মিল মালিকরা বলছে তেল আছে, ব্যবসায়ীরা বলছে পাওয়া যাচ্ছে না। জটিল ধাঁধায় আসল কথা বুঝা মুসকিল। কিন্তু কোনো লাভ হবে না। মিলে মিলে অভিযান হবে।’
বুধবার (৯ মার্চ) মিলমালিক ও বাজার ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর কারওয়ান বাজারে প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন মিলমালিক প্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত সচিব বলেন, ‘বছরে ২০ লাখ টন সয়াবিন তেল লাগে। মাসে লাগে এক লাখ ২০ হাজার টন। তবে রমজানে আড়াই লাখ টন লাগে। প্রতি মাসে বিভিন্ন কোম্পানি এর চেয়ে বেশি তেল দিচ্ছে। স্টকও বেশি আছে। পাইপ লাইনে আছে। এটি লুকানোর কিছু নেই। বাংলাদেশ ব্যাংকের তথ্য। তেলের সংকট সৃষ্টি করা হয়েছে।
জেডএ/