দেশের অভূতপূর্ব উন্নয়নে নারীরাও অংশীদার
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেছেন, বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নে নারীরাও অংশীদার। বর্তমান সরকারের অভীষ্ট লক্ষ্য হচ্ছে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ। সে লক্ষেই সব ক্ষেত্রে নারীদের প্রতিভা বিকাশ ও অংশীদারিত্ব বৃদ্ধির উদ্দেশে সরকার কাজ করে যাচ্ছে।
ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস-২০২২ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইনস্টিটিউটের রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে মঙ্গলবার (৮ মার্চ) সভাটি অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইসিএমএবির প্রেসিডেন্ট মো. মামুনুর রশিদ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মালেকা খাইরুন্নেছা।
‘টেকসই আগামীর জন্য; জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক নির্বাহী পরিচালক রুখসানা রশীদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সেমিনার অ্যান্ড কনফারেন্স কমিটির চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন, সেক্রেটারি একেএম কামরুজ্জামান, কোষাধ্যক্ষ মো. আলী হায়দার চৌধুরী।
জেডএ/আরএ/