সয়াবিন তেলে ভ্যাট প্রত্যাহার চলতি সপ্তাহে!
সয়াবিন তেলের দাম নিয়ে নৈরাজ্য চলছে। ব্যবসায়ীরা বলছেন, তিন মাস ভ্যাট প্রত্যাহার করা হলে কমবে তেলের দাম। তারা সরকারের কাছে এ দাবিও করেছেন। তাই সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় থেকে ভ্যাট প্রত্যাহারের সুপারিশ করে এনবিআরকে চিঠি দেওয়া হয়েছে।
সেই চিঠি আমলে নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ কাজও শুরু করেছে। সব প্রক্রিয়া শেষে চলতি সপ্তাহে দেশে ভোজ্যতেল আমদানির ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক তথা ভ্যাট) প্রত্যাহারের ঘোষণা আসতে পারে। রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত হতে পারে বলে সূত্র জানায়।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি ও এফবিসিসিআইর সাবেক সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন ঢাকাপ্রকাশকে বলেন, ‘ভোজ্যতেল আমদানি থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে পৌঁছাতে প্রতি লিটারে ২৬ থেকে ৩০ শতাংশ বিভিন্ন পর্যায়ে ভ্যাট দিতে হয়। আর মিল মালিককে পাইকারি ও খুচরা ব্যবসায়ীকে কমিশন দিতে হয় ১০ টাকা। এছাড়া এক লিটার পেট বোতলের জন্য আরও ১৫ টাকা খরচ হয়। কাজেই আপাতত ভ্যাট কমালে প্রতি লিটারে প্রায় ৩০ টাকা কমে যাবে। তাহলে কেউ আর বেশি দামের আশায় তেল লুকিয়ে রাখবে না।’
সূত্র জানায়, এনবিআরের ভ্যাট বিভাগ এখন বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি আমলে নিয়ে বিশ্লেষণ করছে। বর্তমানে আমদানি ও উৎপাদন বা ব্যবসায়িক দুই পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট আরোপ রয়েছে। তাই আমদানি ও উৎপাদন পর্যায়ে ভ্যাট কমানো হতে পারে বলে।
জেডএ/আরএ/