দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স সোনালী ব্যাংকের
সোনালী ব্যাংকের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান বলেছেন, তার প্রতিষ্ঠান দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সোনালী ব্যাংকে দুর্নীতি প্রতিরোধে ন্যায়পাল নিয়োগ দেয়া হয়েছে।
সমাজ থেকে দুর্নীতিরোধে সকলকে একযোগে কাজ করার আহবান জনান তিনি।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে শাপলা চত্বরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২১ উপলক্ষে দুদক আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন আতাউর রহমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের অন্যতম সৎ রাষ্ট্রনেতা আখ্যায়িত করে আতাউর রহমান প্রধান বলেন, 'আমাদেরকে প্রধানমন্ত্রীর নির্দেশিত পথ অনুসরন করে দেশকে এগিয়ে নিতে হবে।
দুদকের পরিচালক মো. বেনজীর আহমেদ, সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারগনসহ দুনীতি দমন কমিশন এবং সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
জেডএ/এএস