স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ‘রানার মুক্তির মঞ্চ’
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে রানার গ্রুপ দেশব্যাপী ‘রানার মুক্তির মঞ্চ’ শীর্ষক প্রচারনামূলক অনুষ্ঠান শুরু করেছে।
অনুষ্ঠানটি গত ১ ডিসেম্বর কক্সবাজারের টেকনাফ ও পঞ্চগড়ের তেতুলিয়া থেকে শুরু হয়। পর্যায়ক্রমে দেশের ২৬টি জেলা অতিক্রম করে আগামী ১৭ ডিসেম্বর ঢাকার হাতিরঝিলে সমাপনি অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ডাকে সাড়া দিয়ে এদেশের লক্ষ কোটি জনতা স্বাধীনতার জন্য জীবন বিপন্ন করে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় সেই সময়ের শিল্পী সমাজ তাদের বিপ্লবী ও দেশাত্ববোধক গানের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করে 'বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা' নামক একটি শিল্পীগোষ্ঠী গঠন করে। তারা ঢাকা-যশোরের মহাসড়কসহ দেশের বিভিন্ন স্থানে শরণার্থী শিবিরে ঘুরে ঘুরে মানুষকে উজ্জীবিত করত দেশাত্তবোধক গান, মঞ্চ নাটক ও পুতুল নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে অসামান্য অবদান রাখেন।
রানার এই প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধাদের সেই সকল ইতিহাস তুলে ধরতে ও মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ২৬টি জেলায় এই প্রচারনামূলক অনুষ্ঠানটি পরিচালনা করছেন।
এনএইচবি/এমএমএ/