‘সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে লোকজ ঐতিহ্য’
ছবি : সংগৃহীত
এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, বাংলাদেশের একেক অঞ্চলের রয়েছে নিজস্ব ঐতিহ্য, কৃষ্টি ও আচার। আঞ্চলিক এসব লোকজ ঐতিহ্যের চর্চা বাংলাদেশের সংস্কৃতিকে করেছে বৈচিত্রময় ও সমৃদ্ধ।
বুধবার (৮ ডিসেম্বর) এফবিসিসিআই আয়োজিত ১৬ দিনব্যাপী অনুষ্ঠানের ৮ম দিনের অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, 'আবহমান বাংলাদেশের আঞ্চলিক সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরতেই এফবিসিসিআই ‘বিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব’ অঞ্চলভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করেছে।'
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি।
শুভেচ্ছা বক্তব্যে ঢাকা শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে সবার প্রতি আহ্বান জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজ ছিল চট্টগ্রাম ও রংপুর বিভাগের ওপর আয়োজন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘যে দেশ আমাদের এক সময় শোষন করেছে, সেই পাকিস্তানের অর্থনীতিবিদরা এখন তাদের দেশের অর্থনীতিকে বাংলাদেশের মতো করতে চায়। স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ যেভাবে এগিয়েছে, তাতে সারাবিশ্বই অবাক হয়েছে। যেখানেই যাই, সবাই বলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে যাদুর কাঠি আছে।'
অনুষ্ঠানে এফবিসিসিআই’র সাবেক সভাপতি ইউসুফ আব্দুল্লাহ হারুন, বলেন, বিজয়ের ৫০ বছরের পুরোটা সময় মসৃন ছিল না। স্বাধীনতার ৫০ বছর বিশ্লেষণ করলে দেখা যায় ২৯ বছরই ছিল স্বৈরাচারের দখলে।
আওয়ামী লীগের শাসনামলেই দেশের উন্নতি সবচেয়ে বেশি হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বের কারণেই বিশ্বের অন্যতম অর্থনীতিতে পরিণত হয়েছে বাংলাদেশ। শুধু অর্থনীতিই নয়, সামাজিকভাবেও বাংলাদেশ অনেক দেশকে পেছনে ফেলেছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় ফিরিয়ে আনার পরিকল্পনার কারণেই এ সফলতা এসেছে, যোগ করেন তিনি।
বৃহষ্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে রাজশাহী ও বরিশাল বিভাগের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র।
জেএ/এমএমএ/