আকিজ ফুডসহ ৩০ প্রতিষ্ঠান পেল গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড
আকিজ ফুডসহ ৩০ প্রতিষ্ঠান গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে ৩০ প্রতিষ্ঠানকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
বুধবার (৮ ডিসেম্বর) ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, সচিব এহসানে এলাহীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
মন্নুজান সুফিয়ান বলেন, জাতিসংঘ ঘোষিত এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন ও রুপকল্প-২০৪১ এর সফল বাস্তবায়নে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের চতুর্থ পর্যায়ের কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। এ পর্যায়ে এক লাখ শিশুকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে সরিয়ে আনা হবে।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, ১০০টি অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার প্রেক্ষিতে আগামী কয়েক বছরে ব্যাপক দক্ষ জনশক্তির প্রয়োজন হবে। বিপুল সংখ্যক দক্ষ জনশক্তি তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক দপ্তর হিসেবে কর্মসংস্থান অধিদপ্তর প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, শ্রমিকদের সামাজিক নিরাপত্তা বিবেচনায় কেন্দ্রীয় তহবিল এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ তহবিল হতে শতভাগ রপ্তানীমূখি শিল্প এবং প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের সাড়ে ২১ হাজার শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের ১৬০ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও করোনাকালীন প্রধানমন্ত্রীর বিশেষ ত্রাণ সহায়তায় সুবিধাভোগী হিসেবে শ্রমিকদের অন্তর্ভূক্ত করা হয়েছে।
অ্যাওয়ার্ড পাওয়া ৩০টি শিল্প-কারখানা হচ্ছে:
তৈরি পোষাক খাত- রেমি হোল্ডিংস্ লিঃ, তারাসিমা এ্যাপারেলস, প্লামি ফ্যাশনস্, মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ , ভিনটেজ ডেনিম স্টুডিও, এ আর জিন্স প্রডিউসার, করণী নীট কম্পোজিট, ডিজাইনার ফ্যাশন লিমিটেড, ক্যানপার্ক বাংলাদেশ এ্যাপারেল (প্রাঃ), গ্রিন টেক্সটাইল লিমিটেড (ইউনিট-৩), ফোর এইচ ডাইং এন্ড প্রিন্টিং, উইসডম এ্যাটায়ার্স, মাহমুদা এ্যাটায়ার্স, স্মোটেক্স আউটারওয়্যার, অকো-টেক্স লিঃ।
খাদ্য প্রক্রিয়াজাতকরণ- হবিগঞ্জ এগ্রো লিঃ, আকিজ ফুড এন্ড বেভারেজ ও ইফাদ মাল্টি প্রোডাক্টস্।
চা শিল্প- গাজীপুর চা বাগান, লস্করপুর চা বাগান, জাগছড়া চা কারখানা ও নেপচুন চা বাগান।
চামড়াজাত পণ্য- এপেক্স ফুটওয়্যার লিমিটেড এবং এডিসন ফুটওয়্যার।
প্লাষ্টিক- বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড, অলপ্লাষ্ট বাংলাদেশ, ডিউরেবল প্লাষ্টিক।
ফার্মাসিউটিক্যালস- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং ইনসেপটা ফার্মাসিউটিক্যালস।
জেডএ/এএস