ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধে সরকারের হস্তক্ষেপ চান বাংলাদেশি কৃষকরা

ছবি: সংগৃহীত
ভারতের পেঁয়াজ রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্তে উদ্বিগ্ন বাংলাদেশি কৃষকরা। আগামী ১ এপ্রিল থেকে ভারতীয় রপ্তানিকারকরা বিনা শুল্কে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন। তবে বাংলাদেশে এ বছর পেঁয়াজের উৎপাদন ভালো হওয়ায় এবং বাজারে দাম কম থাকার কারণে স্থানীয় কৃষকরা ইতোমধ্যেই ক্ষতির মুখে পড়েছেন।
কৃষকরা আশঙ্কা করছেন, ভারতের শুল্ক প্রত্যাহারের ফলে পেঁয়াজ আমদানি বাড়লে স্থানীয় বাজারে দাম আরও কমে যাবে, যা তাদের আর্থিক ক্ষতি বাড়িয়ে তুলবে।
ফরিদপুরের সালথা বাজারের পেঁয়াজ চাষি এনামুল জানান, “পেঁয়াজের দাম এতটাই কম যে, উৎপাদন খরচও উঠছে না। ভারতের এই সিদ্ধান্তে বাজার আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে বহু কৃষক পথে বসে যাবে।” তিনি সরকারের কাছে আহ্বান জানিয়ে বলেন, “ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করা হলে কৃষকরা কিছুটা ক্ষতি পুষিয়ে উঠতে পারবে।”
অন্যদিকে, আমদানিকারকরা বলছেন, দেশের বাজারে প্রচুর পেঁয়াজ রয়েছে এবং এখন আমদানির প্রয়োজন নেই। শ্যামবাজারের পেঁয়াজ আমদানিকারক আব্দুল মাজেদ বলেন, “বর্তমানে দেশে পেঁয়াজের দাম কম। শুল্ক কমলেও ভারত থেকে পেঁয়াজ এনে লাভ হবে না। তাই প্রচুর পেঁয়াজ আমদানির সম্ভাবনা নেই।”
ভারতের অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগ শনিবার (২২ মার্চ) পেঁয়াজ রপ্তানিতে শুল্ক প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে। দেশটির মজুত বেড়ে যাওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশি কৃষকরা দাবি করছেন, তাদের রক্ষার জন্য সরকারের উচিত ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া।
