রেমিট্যান্সের ডলার কেনার দর ১২৩ টাকা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
রেমিট্যান্স সংগ্রহে ডলারের সর্বোচ্চ দর ১২৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এর আগে ডলারের আনুষ্ঠানিক বিনিময় হার ছিল ১২০ টাকা।
তবে সাম্প্রতিক সময়ে ডলারের বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। আন্তঃমুদ্রা লেনদেনে নির্ধারিত এই সীমা অতিক্রম করা যাবে না বলে নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
ডলারের দামের অস্থিরতার পেছনে কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। বছরের শেষ প্রান্তিকে ঋণ পরিশোধ এবং অন্যান্য আর্থিক বাধ্যবাধকতা বেড়ে যাওয়ার ফলে ডলারের চাহিদা বৃদ্ধি পেয়েছে। আইএমএফ-এর লক্ষ্য পূরণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ডলার বিক্রি স্থগিত রাখাও পরিস্থিতি জটিল করেছে। এছাড়া ক্রেডিট রেটিং কমে যাওয়ায় বিদেশি ব্যাংকগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি এবং রেমিট্যান্স আহরণে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা বাজারকে আরও অস্থিতিশীল করেছে।
বিনিময় হার স্থিতিশীল করতে বাংলাদেশ ব্যাংক কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে একটি হলো একটি ড্যাশবোর্ড বাস্তবায়ন, যা বিনিময় হারের স্বচ্ছতা নিশ্চিত করবে এবং বাজার তদারকি বাড়াবে। এ ছাড়া বাজারে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২৪ সালে বাংলাদেশ আনুষ্ঠানিক চ্যানেলে প্রায় ২৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে, যা গত বছরের তুলনায় ২২ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত বৈধ চ্যানেলে রেমিট্যান্স এসেছে ২৬.৬৭ বিলিয়ন ডলার।
ডলারের বিনিময় হার গত আগস্টে ১২০ টাকা নির্ধারণ করা হয়েছিল। পরে ডিসেম্বরে এসে তা ১২৮ টাকায় পৌঁছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ ১২৩ টাকায় রেমিট্যান্সের ডলার কেনার এই সীমা নির্ধারণ করে।