এক বছরে স্কয়ার হাসপাতালের আয় ৬১৮ কোটি টাকা, মুনাফা বেড়েছে ২৭ শতাংশ
ছবি: সংগৃহীত
২০২৩-২৪ অর্থবছরে স্কয়ার হাসপাতাল ৬১৮ কোটি টাকা আয় করেছে। প্রতিষ্ঠানটির মুনাফা আগের অর্থবছরের তুলনায় ২৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৬.৮৭ কোটি টাকায় পৌঁছেছে।
সম্প্রতি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ২০২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। স্কয়ার হাসপাতাল স্কয়ার ফার্মাসিউটিক্যালসের একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে স্বাস্থ্যসেবা প্রদান করছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রবৃদ্ধি সত্ত্বেও স্কয়ার হাসপাতাল কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। পরিবর্তে তারা হাসপাতালের চিকিৎসা সেবা বাড়াতে সম্প্রসারণ, পুরনো যন্ত্রপাতি বদলে আধুনিক যন্ত্রপাতি স্থাপনের পরিকল্পনা করছে।
৪০০ শয্যাবিশিষ্ট স্কয়ার হাসপাতাল দেশে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন আড়াই হাজার রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। যেখানে অন্তর্বিভাগে রোগী ধারণক্ষমতা ৫০০।
স্কয়ার হাসপাতালে দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৪৯.৯৪ শতাংশ শেয়ার রয়েছে।
এছাড়াও স্কয়ার ফার্মার আরও দুটি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে- স্কয়ার টেক্সটাইলস এবং স্কয়ার ফ্যাশনস। এ দুটির মধ্যে কেবল স্কয়ার টেক্সটাইলস স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।
স্কয়ার টেক্সটাইলসে স্কয়ার ফার্মার শেয়ারের পরিমাণ ৪৬.৩৬ শতাংশ এবং গত অর্থবছরে এ প্রতিষ্ঠান থেকে ৩২ শতাংশ নগদ লভ্যাংশ অর্জন করেছে স্কয়ার ফার্মা।
অন্যদিকে স্কয়ার ফ্যাশনস শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। স্কয়ার ফ্যাশনের ৪৮.৬৩ শতাংশের মালিকানা স্কয়ার ফার্মার, যেটি গত অর্থবছরে দুই হাজার ৫৮০ কোটি টাকা আয় করেছে এবং ৩৮২ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে।