মতিঝিল এজিবি কলোনিতে খুশবু ওয়েল মিলকে জরিমানা

রাজধানীর মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজারের ৮০/৮১ এ খুশবু ওয়েল মিলকে ৫০ হাজার জরিমানা একটি মামলা দায়েরও করা হয়। বিএসটিআই'র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এই জরিমানা করা হয়।
প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা আফসানা হোসেন ও ফিল্ড অফিসার ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলকভাবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সরিষার তেল ও সয়াবিন তেল (নন-ফর্টিফাইড) পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ এবং মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ ব্যতীত উৎপাদন, মোড়কজাত, বিক্রয়, বিতরণ ও বাজারজাত করার কথা। কিন্তু প্রতিষ্ঠানটি তা না করায় আইন ভাঙ্গার অপরাধে জরিমানা করা হয় বলে বিএসটিআই জানায়।
জেডএ/
