বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

করোনাকালে হয়েছে বৈষম্যমূলক পুনরুদ্ধার: সিপিডি

করোনা থেকে ব্যবসায়ীদের রক্ষা করতে সরকার পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদী যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসাযোগ্য। এটা ইতিবাচক। তবে সামগ্রীকভাবে এটা বৈষম্যমূলক পুনরুদ্ধার। ব্যবসায়ীরা ত্রয়ী (তিন) চ্যালেঞ্জের মুখে, এমনটিই মনে করছে সিপিড।

বাংলাদেশ ব্যবসায় পরিবেশ-২০২১ উদ্যোক্তা জরিপের ফলাফলের প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) ধানমন্ডিতে সিপিডি অফিসের সম্মেলন কক্ষে তা জানানো হয়।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। এতে উপস্থিত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

ড. মোয়াজ্জেম বলেন, করোনাকালে ২০২১ সালের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত চার মাসে সারাদেশে বড় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এই সার্ভে করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে করোনা পরবর্তী সময়ে ব্যবসার পরিবেশ উত্তরোত্তর ও ধারাবাহিকভাবে উন্নতি হচ্ছে। তবে তারা ত্রয়ী চ্যালেঞ্জেও পড়েছে। এগুলো হচ্ছে দুর্নীতি, অদক্ষ প্রশাসন ও অর্থায়নে সীমাবদ্ধতা। এসব ব্যবসায়ীদের মাথাব্যথার কারণ বলে সিপিডি মনে করে। এ ছাড়া বাংলাদেশে দক্ষ মানবের অভাবও রয়েছে। সামগ্রীকভাবে ব্যবসা পুনরুদ্ধারে আরও তিন বছর লাগতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়ীদের সাজেশন হচ্ছে- আর্থিক প্রণোদনা, দুর্নীতি কমাতে হবে ও ভ্যাকসিন প্রদান করতে হবে।

সিপিডি বলছে, করোনাকালে ব্যবসার পরিবেশ কেমন ছিলো তা জানতে একটি জরিপ করা হয়েছিলো। তাতে বড় ব্যবসায়ী থেকে ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তাদের মতামত নেওয়া হয়েছে অনলাইনে। ২৫০ জনের মধ্যে ৭৩ জন ব্যবসায়ী উত্তর দিয়েছেন। তাতে ব্যবসার পরিবেশ নিয়ে ৬৮ শতাংশ প্রতিবন্ধকতার কথা বলেছেন ব্যবসায়ীরা। বিভিন্ন টেকনিক্যাল প্রতিষ্টান গড়ার পরও বাংলাদেশে এখনো দক্ষ মানবের অভাব রয়েছে।  

সিপিডি আরও বলছে, ব্যবসায়ীরা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এটা ভাবার কারণ নেই। তারা বলছেন, বিভিন্ন উদ্যোগ নিয়ে ব্যবসার খরচ কমাতে হবে। আগামী ১০ বছরে কেমন ব্যবসা আসতে পারে এমন তথ্যও জানিয়েছে সিপিডি। প্রতিষ্টানটির প্রতিবেদনে বলা হয়েছে, ডিজিটাল ফাইন্যান্স সার্ভিস, ডাটা ব্যবস্থাপনা, রি-সাইক্লিং ব্যবস্থাপনাসহ আরও কিছু খাত রয়েছে। গবেষণা পরিচালক আরও বলেন, বৈশ্বিক ঝুঁকির আলোকে বাংলাদেশেও পাঁচটি ঝুঁকি রয়েছে। এগুলো হচ্ছে-অর্থনৈতিক ঝুঁকি, ভূ-রাজনৈতিক, পরিবেশগত, সামাজিক ও প্রযুক্তিগত ঝুঁকি।

সিপিডির মতে, ২০২০ সালের তুলনাই ২১ সালে ব্যবসার ক্ষেত্রে স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে বলে ৪১ শতাংশ ব্যবসায়ী জানিয়েছেন। সড়ক, নৌপথ তথা ট্যাডিশনাল অবকাঠমোর ইতিবাচক উন্নয়ন হয়েছে। ব্যবসার কমপ্লায়েন্স পরিবেশ বাড়ছে। সরকারের দীর্ঘ মেয়াদী পরিকল্পনায় ব্যবসায়ীরা প্রশংসা করেছেন ৫৪ শতাংশ। তবে বড় চ্যালেঞ্চ আমদানি-রপ্তানিতে এখনো দুর্নীতি।

সিপিডি আরও বলছে, করোনা মোকাবেলায় গ্রহণযোগ্য পুন:রুদ্ধারে সরকারের দীর্ঘ মেয়াদী পরিকল্পনা থাকা দরকার। আগামী বাজেটে সরকারকে এই দিকে নজর দিতে হবে। পরিবেশ, কর্মসংন্থান, অর্থপাচার রোধে নজর দেওয়া দরকার। টিজিটালাইজেশন হচ্ছে। তবে তা সংকীর্ণভাবে। কারণ করোনাকালে শহরে নেট সুবিধার মতো গ্রামে তা পৌছেনি। তাই বৈষম্য যাতে না থাকে তা নজরে আসতে হবে। প্রতিযোগিতামূলক পরিবেশ আনতে হবে।

ড. ফাহমিদা বলেন, ‘বাংলাদেশের অর্থনিীতির ৮০ শতাংশ বেসরকারি খাত থেকে আসে। তাই ব্যবসায়ীদের চাহিদার কথা বিবেচনা করতে হবে সরকারকে। কারণ তাদের ভূমিকা জাতীয় ও আন্তর্জাতিকভাবে।’

 

জেডএ/টিটি

Header Ad
Header Ad

চট্টগ্রামে কোচিংয়ে যাওয়ার পথে বাসচাপায় ভাই-বোনসহ নিহত ৩

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের দোহাজারী সদরে চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। নিহত দুই শিক্ষার্থী সম্পর্কে আপন ভাই-বোন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক নবম শ্রেণির শিক্ষার্থী কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫)।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামমুখী পূববী বাসটি একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ১ স্কুলশিক্ষার্থী ও রিকশাচালক নিহত হয়। অপর স্কুলশিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। 

দুই শিক্ষার্থী দোহাজারী জামিজুরি নিবাসী জসিম উদ্দিনের সন্তান। তারা দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। সকালে কোচিংয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রিকশাচালক রুহুল আমিন (৪৫), অপর দুইজন উম্মে হাবিবা রিজভী (১৫) নবম শ্রেণির ছাত্রী ও ওয়াকার উদ্দীন আদিল (১২) ৭ম শ্রেণির শিক্ষার্থী।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবরঞ্জন চাকমা বলেন, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছেন।

এদিকে এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করেছে। তাদের দাবি সড়ক গতিরোধক নির্মাণ না করায় প্রতিনিয়ত অনেক মায়ের বুক খালি হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

Header Ad
Header Ad

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হলেন কুমিল্লার আমিন উর রশিদ ইয়াছিন  

ছবিঃ সংগৃহীত

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে।

ইয়াছিন দলের জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয় সম্পাদক ছিলেন। সম্প্রতি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসীমকে সদস্য সচিব করে নতুন কমিটি দেওয়া হয়। সেখানে তাকে সদস্য রাখা হয়েছে।

তিনি কুমিল্লা-৬ সদর আসনের বিএনপি দলীয় অন্যতম সংসদ সদস্য পদপ্রার্থী। তিনি প্রতিষ্ঠিত বড় ব্যবসায়ী।

Header Ad
Header Ad

ইফতারে খাবার কম: সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৬  

ছবিঃ সংগৃহীত

জামালপুরে ইফতার বিতরণে বিশৃঙ্খলার জেরে সংঘর্ষের ঘটনা। ইফতারির সময় খাবারের প্যাকেট কম পড়ায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে, এতে সাংবাদিকসহ অন্তত ছয়জন আহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকেও তৎপর হয়।

বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় জামালপুর শহরের খেজুরতলা এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় শহরের খেজুরতলা এলাকায় মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রয়াত সভাপতি জকিউল হাসান সাবুর স্মরণে দোয়া ও ইফতার আয়োজন করে তার পরিবার। ইফতারের সময় খাবারের প্যাকেট কম পড়ায় স্থানীয়দের সঙ্গে মাইক্রোবাস ড্রাইভারদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে মারামারির ভিডিও ধারণ করে। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ উপস্থিত হলে পুলিশের সামনেই দেশ টিভির জামালপুর জেলা প্রতিনিধি রিয়াদ (২৮), দৈনিক দেশ সংবাদ পত্রিকার সাংবাদিক সালাউদ্দিন মিঠু (৩০), ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সানজিদুল আকন্দ মাশফিকে (২৭) ব্যাপক মারধর করা হয়।

এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও আইডি কার্ড ছিনিয়ে নেয় হামলাকারীরা।

এই ঘটনায় আহত অন্য তিনজন হলেন, জামালপুর পৌর শহরের তেতুলিয়া এলাকার মঞ্জু হাসান মুসার দুই ছেলে জাহিদুল ইসলাম আশেক (২২) ও জিহান (১৪), মুসলিমাবাদ এলাকার শুভ (৩৫)। আহত সবাইকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী বলেন, “মারমারির দৃশ্য ক্যামেরায় ধারণ করা সাংবাদিকের দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আক্রমণ স্বাধীন সাংবাদিকতায় বড় ধরনের বাধা। এ ঘটনায় পুলিশের ভূমিকা দু:খজনক, আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি, হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ-খবর নিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে কোচিংয়ে যাওয়ার পথে বাসচাপায় ভাই-বোনসহ নিহত ৩
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হলেন কুমিল্লার আমিন উর রশিদ ইয়াছিন  
ইফতারে খাবার কম: সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৬  
দুই উপদেষ্টার হস্তক্ষেপে মুচলেকা দিয়ে ধানমন্ডিতে আটক যুবককে ছাড়লো পুলিশ
একসঙ্গে চারবার হার্ট অ্যাটাক করেছে মাগুরার সেই শিশু  
লিবিয়ায় আটকে পড়া ১৭৬ বাংলাদেশি ফিরছেন আজ  
পাকিস্তানে জিম্মি ট্রেনের সব যাত্রী উদ্ধার, ২৮ সৈন্য নিহত  
ক্ষমা চাইলেন প্রকাশ্যে কান ধরে ওঠবস করানো বণিক সমিতির সেই নেতা  
গোল হজম, পেনাল্টি মিস, টাইব্রেকার, রিয়ালের রোমাঞ্চকর জয়  
৪ দিনের সফরে আজ ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব  
সাংবাদিকের বেতন ৩০ হাজারের নিচে হলে পত্রিকা বন্ধ করে দেওয়া হবে: প্রেস সচিব  
ঢাকায় রাস্তা খোঁড়াখুঁড়িতে এখন থেকে লাগবে পুলিশের অনুমতি
ঈদের সম্ভাব্য তারিখ জানাল জ্যোতির্বিদ্যা গ্রুপ
টাঙ্গাইলে রমজানে ব্যতিক্রমী উদ্যোগ, ১০ টাকায় ইফতার পাচ্ছেন সুবিধাবঞ্চিতরা
হজযাত্রীর সর্বনিম্ন বয়স নির্ধারণ করে দিল সরকার
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ
টাঙ্গাইলে মুখে লাল কাপড় বেঁধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, ধর্ষকের কুশপুত্তলিকা দাহ
নওগাঁয় আগামী শনিবার খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
অন্তর্বর্তী সরকারের কোনো নির্বাচনই বিশ্বাসযোগ্য হবে না: জিএম কাদের
মসজিদে তিন জনকে কুপিয়ে হত্যার প্রধান আসামি গ্রেফতার