হয়রানির অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা: এনবিআর
ঢালাওভাবে কোনো অভিযোগ করা ঠিক নয় উল্লেখ করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, বন্দরগুলোতে পণ্য খালাস ও কর আদায় নিয়ে হয়রানির যে অভিযোগ তার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ’অভিযোগ লিখিতভাবে জানাতে হবে এবং তা প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
মঙ্গলবার (২৫ জানুয়ারি) ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টম দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলন জানানো হয়, এবারের কাস্টম দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘তথ্য সংস্কৃতির বিকাশ এবং তথ্য ইকোসিস্টেম বিনির্মাণের মাধ্যমে ডিজিটাল কাস্টমসের সম্প্রসারণ’।
দিবসটি পালন উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করেছে এনবিআর। এতে প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
সম্প্রতি এফবিসিসিআইয়ের এক সভায় মাঠ পর্যায়ের ব্যবসায়ীরা কাস্টমস ও ভ্যাট কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তোলেন।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সরাসরি কোনো মন্তব্য না করলেও এনবিআর চেয়ারম্যান বলেন, ’আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ জানাতে হবে। জেনারেল কথা বলে কোনো লাভ নেই। কবে কোথায় কখন কীভাবে হয়রানির শিকার হয়েছেন লিখিত অভিযোগ দিতে হবে। তারপর আমরা ব্যবস্থা নেব।’
সাংবাদিক বা ব্যবসায়ী নেতাদের কাছে অভিযোগ না করে এনবিআরের কাছে অভিযোগ করার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, ’কাস্টমসে অহেতুক কোনো পণ্য আটকানো হয় না। কোনো ব্যবসায়ীর মালামাল আটক করলে অবশ্যই কোনো কারণ থাকে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কোনো চ্যালেঞ্জ হবে কি না, এমন প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমরা চ্যালেঞ্জের মুখে পড়লেও আমাদের প্রস্তুতি আছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে আহ্বায়ক করে জাতীয় কমিটি গঠন করা হয়েছে।’
এ ছাড়া অনেকগুলো সাব কমিটিও গঠন করা হয়েছে এবং তারা কাজও করছেন বলেও জানান তিনি।
জেডএ/এমএমএ/