কিছু বিশ্ববিদ্যালয় সনদ বিক্রি করছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, কিছু বিশ্ববিদ্যালয় মান সম্মত শিক্ষা দিতে পারছে না। ফলে টাকা দিয়ে সনদ বিক্রি করছেন । সোমবার (২৪ জানুয়ারি) আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে গণসাক্ষরতা অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ভার্চুয়ালি যুক্ত হয়ে শামসুল আলম বলেন, সরকার সাধ্যমতো চেষ্টা করছে। বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয় ৫০টি। আর সরকারি-বেসরকারি মোট ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। কিন্তু সবগুলো বিশ্ববিদ্যালয় খুব ভালোভাবে চলছে না। ডজন বা তার কিছু বেশি হয়তো মানসম্মত শিক্ষা দিচ্ছে। অনেকগুলো সনদ বিক্রি করছে। তাই শিক্ষাক্ষেত্রে ভেতরগত ও ব্যবস্থাপনাগত বৈপ্লবিক পরিবর্তন প্রয়োজন।
প্রতিমন্ত্রী বলেন, আজকে দেশে অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটেছে। স্বাস্থ্য খাতে সমস্যা সত্ত্বেও অর্জন অনেক আছে। মানবসম্পদকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। সরকার শিক্ষাক্ষেত্রে ব্যাপক গুরুত্ব দিয়েছে। যদিও বরাদ্দে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ দশমিক ৬ শতাংশ ছাড়িয়ে যাওয়া যায়নি। প্রত্যেক নাগরিককে শিক্ষার সুযোগ দেওয়া রাষ্ট্রেরই দায়িত্ব। তারপরও সম্পদের অভাবের কারণে সরকারের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। ব্যক্তিগত খাতও এর প্রসারে ভূমিকা রাখছে।
জেডএ/