ব্যাংক কর্মীদের টিকা সনদ নিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ
করোনাভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদেরকে করোনার টিকা গ্রহণ করে সনদ নেওয়ার বাধ্যবাধকতা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া ব্যাংকে সেবা গ্রহীতাদের অবশ্যই মাস্ক পরতে হবে।
রবিবার (২৩ জানুয়ারি) এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার জারি করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম এ সংক্রান্ত্র সার্কুলার জারি করে সব তফসিলী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়, ‘সব তফসিলী ব্যাংকের কর্মকর্তা বা কর্মচারীদের টিকা সনদ গ্রহণ করতে হবে। পাশাপাশি ব্যাংকের কর্মী ও আগত সেবাগ্রহীতাদের আবশ্যিকভাবে মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।’
তবে টিকা সনদ না থাকলে ব্যাংকে যাওয়ায় কোনো নিষেধাজ্ঞা আছে কি না, এ বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
করোনার সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় গত ১৩ জানুয়ারি থেকে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে সরকার। তাতে পরিস্থিতি উন্নতি না হওয়ায় শুক্রবার (২১ জানুয়ারি) শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করে দিয়েছে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
অর্ধেক লোকবল দিয়ে অফিস চালাতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের শুনানি অনলাইনে করতে বলা হয়েছে। এরপর রবিবার বাংলাদেশ এই সার্কুলার জারি করল।
জেডএ/এমএমএ/