আমদানি সংকট দেখিয়ে বেড়েছে আদার দাম!
ঈদমুখে বাড়তে শুরু করেছে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম। রোজার শুরুতে বেশ কিছু মুদি পণ্যের দাম আগেই বেড়েছিল, এবার সে তালিকায় যুক্ত হলো আদা। আমদানি সংকটের কারণ দেখিয়ে এবার বেড়েছে আদার দাম।
শুক্রবার (১৪ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে সপ্তাহভেদে বেশ কিছু নিত্যপণ্যের দাম বেড়েছে।
পলাশী বাজারে আদা কিনতে আসা রসুল বলেন, আদার দাম দ্বিগুণ হারে বেড়েছে। গরুর মাংস কিনেছি আদা না হলে তো হয় না এজন্য বাধ্য হয়েই বেশি দামে আদা কিনতে হলো। আদার দাম হু হু করে বাড়তে শুরু করেছে বলে অভিযোগ করেন এই ক্রেতা।
একই বাজারে গরুর মাংস কেনার পর আদা কিনতে আসা রায়হান আমির বলেন, গরুর মাংসের দাম বেড়েছে সেই সঙ্গে আধার দামও বেড়েছে। প্রতিটা জিনিসের দাম এমন ভাবে বাড়লে আমরা কি খেয়ে বাঁচবো?
তিনি বলেন, কয়েকদিন আগে আদার দাম ছিল একরকম এখন বিশ টাকার আদা কিনলে এক কেটলি চাও হয় না? এই পণ্যটির দামও বেড়ে গেল!
পলাশী বাজারের আদার ব্যবসায়ী সুরাব হোসেন বলেন, গত সপ্তাহের থেকে এই সপ্তাহে কেজিতে ২০-৩০ টাকা বেশি দামে পাইকারি বাজার থেকে আদা কিনতে হচ্ছে। সেজন্য এর চাপ ক্রেতাদের উপর পড়েছে। ক্রেতারা মনে করছে আমরা আদার দাম বেশি নিচ্ছি। কিন্তু আসলে আমরা বেশি দামে কিনছি এজন্য বেশি দামে বিক্রি করছি।
ঈদের আগে ও পরে এ দাম আরও বাড়তে পারে বলে জানালেন পলাশী মার্কেটের আরেক আদার ব্যবসায়ী আবির মাহমুদ।
এদিকে ঈদের আগে সরকার বাজারে চিনির দাম নির্ধারন করে দিলেও, চিনি বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। আমদানি সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে আদা। ব্যবসায়ীরা বলছেন, আমদানি নির্ভর পণ্য সরবরাহ নিশ্চিত করা না গেলে দাম আরও বাড়বে।
কেএম/এএস