ডিএসইতে প্রধান মূল্য সূচকের উত্থান, শরিয়াহ সূচকের পতন
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ও ডিএসই৩০ সূচক কিছুটা বেড়েছে। তবে কমেছে ডিএসইএস বা শরিয়াহ সূচক। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সপ্তাহের শেষদিনে ডিএসই ওয়েবসাইট বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে।
দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ১৬ দশমিক ২৬ পয়েন্ট বা শূন্য দশমিক ২৩ শতাংশ।
আজ প্রধান মূল্য সূচক অবস্থান করছে ৭ হাজার ১০৫ দশমিক ৬৯ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ১৮ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৩৫ দশমিক ৩৮ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ০ দশমিক ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫০৮ দশমিক ১৫ পয়েন্টে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৭৮টি কোম্পানির ৩৩ কোটি ৫ লাখ ২৫ হাজার ৫৫১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬২টির, দর কমেছে ১৭৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১ হাজার ৬০১ কোটি ২০ লাখ টাকা।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬৬ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৮১৭ দশমিক ১৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪৪ কোটি ৯ লাখ ৩ হাজার টাকার শেয়ার।
আজ সিএসইতে লেনদেন করেছে ৩০৮টি কোম্পানি। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, দর কমেছে ১৩০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৩টির।
টিটি/