আঞ্চলিক সড়কও টোলের আওতায় আনতে নির্দেশ প্রধানমন্ত্রীর

আঞ্চলিক সড়কও টোল আদায় করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে রমজানে যাতে ভর্তুকি মূল্যে টিসিবির দ্বিতীয় কিস্তির খাদ্য সবাই পায় সে ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৪ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন বলে সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন। শের-ই বাংলা নগরে পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৪ হাজার ২৫২ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থ ৩ হাজার ৬৪৫ কোটি টাকা ও বৈদেশিক ঋণ ৬০৭ কোটি টাকা।
প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, আঞ্চলিক মহাসড়কে টোল আদায় করতে বলেছেন। এটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও তিনি নির্দেশনা দিয়েছেন।
এ বিষয়ে পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার বলেন, মুখ্যসচিব বিষয়টি একনেক সভায় তোলেন যে, হাজার হাজার কোটি টাকা খরচ করে সড়ক করে দিচ্ছি। এরপরে প্রধানমন্ত্রী বলেন, ছোটখাটো সড়কে না। তবে কিছুটা হলেও আঞ্চলিক সড়কে ন্যূনতম হারে হলেও টোল আদায়ের ব্যবস্থা করতে হবে।
প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, সংসারে মহিলারা যে কাজ করেন সে কাজের হিসাব নেই। এটা যোগ করলে প্রবৃদ্ধি বাড়বে। তাই এটা খুজে বের করতে নির্দেশ দিয়েছেন। কারণ অনেক উন্নত দেশে এটা করা হয়েছে।
একনেক সভায় প্রধানমন্ত্রীর আরও অনুশাসন হচ্ছে, এক ইঞ্চি জায়গাও খালি রাখা যাবে না। কারণ, আশ্রয়ণ প্রকল্পে ফসল চাষাবাদ করতে বলা হয়েছে। এটা করা হলে ফসল উৎপাদন আরও বাড়বে। হাওরে কোনো সড়ক নির্মাণ করা যাবে না।
এলিভেটেড বা উড়াল সড়ক নির্মাণ করতে হবে বলে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ব্রুনাই-মালয়েশিয়া-সিঙ্গাপুর সবজি নিতে চায়। তাই এটি খুঁজে বের করতে বলেছেন প্রধানমন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আরও নির্দেশনা হচ্ছে গ্রামের স্কুলে টয়লেট ও স্যানিটেশনের ব্যবস্থা করতে হবে। স্যানিটেশনবিহীন কোনো স্কুল চলবে না। এনজিও অনেক প্রকল্পে কাজ করে। সাইনবোর্ড দেখা যায় শুধু এনজিও’র নাম থাকে, কোনো মন্ত্রণালয়ের নাম থাকে না। তবে এনজিও’র পাশাপাশি আমাদের মন্ত্রণালয়ের নামও রাখতে হবে।
জেডএ/এমএমএ/
