বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ | ১২ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

রমজান শুরু না হতেই বেগুন-শসা-লেবু-খেজুরে আগুন

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি থেকে শুরু করে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রায় এক মাস থেকে বলে আসছেন, এবার রমজানে কোনো জিনিসের দাম বাড়বে না। যথেষ্ট খাদ্যপণ্য সরবরাহ রয়েছে। কিন্তু রমজান শুরুর একদিন আগেই বেগুনের বাজারে আগুন লেগে গেছে। ৪০ থেকে ৫০ টাকা কেজির বেগুনের দাম এখন সেঞ্চুরি হয়ে গেছে।

শসার কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে ৬০ থেকে ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে। লেবুর ডজনেও ১০ থেকে ২০ টাকা বেড়ে ১০০ থেকে ১৫০ টাকা বিক্রি হচ্ছে। দেশে চাহিদার তুলনায় খেজুর বেশি থাকলেও ইফতার শুরু করার আগেই কেজিতে ৫০ টাকা বেড়ে গেছে। তবে আপেলসহ অন্যান্য ফলের দাম এখনো বাড়েনি। আগের দামেই বিক্রি করা হচ্ছে।

বুধবার (২২ মার্চ) রাজধানীর মোহাম্মদপুরের টাউনহল বাজার, কারওয়ান বাজারসহ বিভিন্ন পাড়া মহল্লা ঘুরে সংশ্লিষ্ট বিক্রেতারাদের সঙ্গে কথা বলে এমনই চিত্র পাওয়া গেছে।

হঠাৎ করে এসব পণ্যের দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা খুবই ক্ষুদ্ধ। তারা বলছেন, সরকার এত কিছু বলার পর অন্য বছরের মতোই রমজানের আগেই বেড়ে গেল বিভিন্ন জিনিসের দাম। অথচ অন্যান্য দেশে বিশ্বের ধর্মীয় বা অন্য কোনো উৎসবে কমে জিনিসের দাম।

টাউনহলের সাগর স্টোরের সাহেব আলী ঢাকাপ্রকাশ-কে বলেন, রমজানে মুড়ির চাহিদা বাড়ে। তাই একটু দামও বাড়তে শুরু করেছে। বর্তমানে বরিশালের চিকন মুড়ির কেজি ১৪০ টাকা, মোটাটা বিক্রি হচ্ছে ৮০ টাকা। রোজার কারণে কিছুটা বেড়েছে। তবে চিড়ার দাম বাড়েনি।

কোনো জিনিসের দাম বেড়েছে কি না জানতে চাইলে একই মার্কেটের একতা জেনারেল স্টোরের সুমন বলেন. যা বাড়ার আগেই বেড়ে গেছে। বর্তমানে চিনির কেজি ১১২ টাকা, ডাল ১২০ থেকে ১৩৫ টাকা, ছোলা ৮৫ থেকে ৯০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে।

পাশের ব্যবসায়ী শফিকুল বলেন, দেশি আদা ১৫০ টাকা, বিদেশি আদা ২৪০ টাকা কেজি, পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা, বসুন ১৫০ টাকা, বিদেশি রসুন ১৪০ টাকা। এসব জিনিসের দাম দুয়েক দিনে বাড়েনি। যা বাড়ার আগে বেড়েছে।

টাউনহলের সবজি বিক্রেতা আব্দুল মজিদ মিয়াসহ অন্য সবজি বিক্রেতারা বলেন, বেগুন ১০০ টাকা কেজি। কালকে তা ৭০ থেকে ৮০ টাকা বিক্রি করেছি। মোকামে বেশি দাম। কলাতিয়ার মাল ভালো, দামও বেশি। ৪০ টাকার শসা ১০০, লেবুর হালি ৬০ টাকা, টমেটো ৫০ থেকে ৬০ টাকা, গাজর ৬০ কেজি। মরিচের কেজি ৮০ টাকা। তবে অন্য কোনো সবজির দাম বাড়েনি বলে তারা জানান।

এ সময় মো. ওমর নামে এক ক্রেতা অবাক হয়ে বলেন, এটা মোটেই ঠিক না। তারা সুযোগ নিয়ে দাম বাড়িয়েছে। এটা কি ফরজ যে বেগুন কিনতে হবে। মুরগির দাম বেশি।

এ সময় মুরগি ব্যবসায়ী সজিব বলেন, পোল্ট্রি মুরগির কেজি ২৭০, কর্ক ৩৭০, দেশি মুরগি ৬৫০ টাকা। এত দাম কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মোকাম থেকে না কমলে আমরা কী করব? কিছু বলতে হলে তাদেরকে বলেন।

এ সময় জাহিদুল ইসলাম নামে এক সরকারি কর্মকর্তা বলেন, শুধু দাম যে বেশি তা না। ওজনও কম দিচ্ছে। এটা খুবই কষ্টের বিষয়। এভাবে প্রতারণা করছে, ভাবতে অবাক লাগছে।

এদিকে কারওয়ান বাজারেও রমজানের আগে বেগুন, লেবু, শসার দামও অনেক বেড়ে গেছে। এ বাজারের সবজি বিক্রেতা আইয়ুবসহ অন্যরা বলেন, বেগুনের কেজি ৮০ টাক। যা আগে ছিল ৫০ টাকা। লেবুর হালি ৩০ থেকে ৬০ টাকা ডজন নিলে ৯০ থেকে ১৫০ টাকা। গত শনিবারে শসা ও গাজরের কেজি ৩০-৪০ টাকা ছিল। চার দিন পরই রমজানের আগে দেড় গুণ হয়ে ৬০ থেকে ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে এই শসা ও গাজর। বেশি দামের ব্যাপারে তারা আরও বলেন, আড়তে দাম বেশি। তাই কিছু বললে আড়তে বলেন। তাহলে ধরা পড়বে।

এদিকে রমজানে ইফতারির আইটেমে অনেক পরিবারে ফলেরও ব্যবহার বেড়ে যায়। তাই চাহিদাও বাড়ে। এ জন্য দামও বাড়ছে। কারওয়ান বাজারের সাব্বির নামে ফল ব্যবসায়ী বলেন, ডাল গাছযুক্ত তিউনিশিয়া খেজুর ৪০০ টাকা, মরিয়ম খেজুরসহ সব খেজুরের দাম বেড়েছে। সব খেজুরের দাম কেজিতে ৫০ টাকা করে বেড়েছে। মায়ের দোয়া ফল বিতানের মনির বলেন, এক কেজির তিউনেশিয়া খেজুর ৫০০ টাকা, অন্য খেজুরের দামও বেশি।

ফল ব্যবসায়ী মনির হোসেন বলেন, আপেল ২৬০ থেকে ২৮০ টাকা কেজি , মালটা ২২০ টাকা, আঙুর ২৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এসব ফলের দাম বাড়েনি। আগের দামেই বিক্রি হচ্ছে। এদিকে রমজানে মাছ, মাংসেরও চাহিদা থাকে। তাই কমছে না দাম। পোল্ট্রি মুরগি ২৬০ থেকে ২৭০, পাকিস্তানি ৩৬০ ও দেশি মুরগি ৬৬০ কেজি বিক্রি করা হচ্ছে। গত সপ্তাহেও ব্রয়লার মুরগি ২৫০ থেকে ২৬০ টাকা, কক ৩৬০ ও দেশি মুরগি ৬০০ টাকা বিক্রি করা হয়।

গত সপ্তাহের মতোই গরুর মাংস ৭৫০ টাকা, খাসির মাংস ১০০০ টাকা থেকে ১১০০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে মাংস বিক্রেতা জানান। তবে অন্য জিনিসের মতো ডিমের দামও ডজনে ১০ টাকা বেড়ে ১৩০-১৪০ টাকা ডজন বিক্রি করা হচ্ছে।

জেডএ/এমএমএ/

Header Ad

যে পেশায় মানুষের জায়গা নিতে পারবে না এআই

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে এআই মানুষের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। সব কাজেই এআই আপনাকে সাহায্য করতে পারবে। সে হোক রান্নার রেসিপি কিংবা চাকরির সিভি সবই লিখে দিতে পারবে এআই। এআই ইন্টেলিজেন্সি রোবট দিয়ে এখন কত কিছুই না করা হচ্ছে পৃথিবীতে। নিউজ প্রেজেন্টার থেকে শুরু করে স্কুলে পড়ানো, অফিসের কাজ সবই।

তবে অনেকেই আশঙ্কা করছেন দিন দিন যেন এআই মানুষের জায়গা নিয়ে নিচ্ছে। পেশা হারাচ্ছে সাধারণ মানুষ। একটা সময় বিশ্বে বেকারত্বের হার বেড়ে যাওয়ার কারণ হবে এআই। তবে গুগল বলছে, এআই সব জায়গায় মানুষের বিকল্প হতে পারবে না। যেমন: কোডিং। এখন পর্যন্ত এআই সেই অভিজ্ঞতা অর্জন করতে পারেনি।

সম্প্রতি টেক জায়ান্ট সংস্থার নিউ ইয়র্কের অফিসে বসে এক সাক্ষাৎকার দেওয়ার সময় মাতিয়াস বলেন, সবাই কোডিং শিখতে হবে। তিনি আরও বলেন, শৃঙ্খলাবদ্ধ হয়ে শেখাটা বরাবরের মতোই এখনো গুরুত্বপূর্ণ। এআই নির্দিষ্ট কাজে সাহায্য করতেই পারে। তবে তা প্রাথমিক স্তরে। কিন্তু সমগ্র কোডিং প্রক্রিয়াকে দখল করতে তার এখনো অনেক সময় লাগবে।

তবে এখন প্রশ্ন হচ্ছে, এআই তো এরই মধ্যে কোড লেখার কাজ শুরু করে দিয়েছে। এর উত্তরও দিয়েছেন মাতিয়াস। জানিয়েছেন, এআই কোড লিখলেও তা খতিয়ে দেখার ভার মানুষদেরই। সুতরাং কোডিংয়ের চূড়ান্ত রূপ দেওয়া বিষয়টি এখনও এআইয়ের নাগালের বাইরে। তবে বর্তমান পরিস্থিতিতে জুনিয়র ডেভেলপাররা যে চাপে পড়েছেন তাও মানছেন মাতিয়াস।

Header Ad

প্রবাসীদের জন্য মধ্যপ্রাচ্যে ইলিশ রপ্তানির উদ্যোগ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইলিশ রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

বুধবার (২৭ নভেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে ১০০ দিন উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, প্রবাসীরা যেসব দেশে আছেন সেখানে স্বল্প পরিসরে কিছু ইলিশ পাঠানো যায় কিনা সে বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যসহ ইউরোপ-আমেরিকায় আমাদের প্রবাসীরা আছে। এর মধ্যে ইউরোপ-আমেরিকায় যেসব এলাকায় আমাদের বাঙালিরা আছে, সেখানে কিছু ইলিশ যায়। এখন আমরা মধ্যপ্রাচ্যে ইলিশ রপ্তানির উদ্যোগ নেব।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে ১০০ দিন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: সংগৃহীত

তিনি বলেন, এ বছর ইলিশ মাছের আহরণ গত বছরের তুলনায় কম ছিল। তার একটি অন্যতম কারণ ছিল সময়মতো বৃষ্টি না হওয়া। তাছাড়া ভারত থেকে অবৈধভাবে ট্রলার ফিশিংয়ের মাধ্যমে ইলিশ আহরণ করা হয় বলে অভিযোগ আছে। তবে, এ বছর আমাদের নৌবাহিনী, কোস্ট গার্ড এবং নৌ পুলিশ এ বিষয়ে সতর্ক অভিযান চালিয়েছে এবং বেশ কিছু ভারতীয় ট্রলার এবং জেলে আটক করতে পেরেছে।

সিন্ডিকেট এবং মধ্যস্বত্বভোগীদের নিয়ে কাজ করবে উল্লেখ্য করে তিনি আরও বলেন, বাজারে ইলিশের দাম কেজি প্রতি ১৫০০ টাকা থাকায় এখনো সাধারণ মানুষের চাহিদা মেটাতে পারছে না। ইলিশের দামের ক্ষেত্রে সিন্ডিকেট এবং মধ্যস্বত্বভোগী এবং দাদন-ব্যবসাকে দায়ী করেছেন সংশ্লিষ্ট অংশীজনরা। মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে (সরকার)।

Header Ad

সুপ্তার সেঞ্চুরির আক্ষেপের পরেও বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

ছবি: সংগৃহীত

শারমিন আক্তার সুপ্তার প্রথম সেঞ্চুরি হয়েও আর হলো না। ৯৬ রান করে মিড অফে ক্যাচ তুলে দেন তিনি। হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো লম্বা সময় পর ওয়ানডে দলে ফেরা সুপ্তার। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত এক ইনিংস খেলল স্বাগতিক বাংলাদেশ। এ ম্যাচে নিজেদের ওয়ানডে সংস্করণের সর্বোচ্চ ইনিংসের দেখা পেয়েছে নারী দলের ক্রিকেটাররা।

ম্যাচের সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন শারমিন সুপ্তা। ফারজানা হকের পর দ্বিতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়তেও পারতেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশের হয়ে দ্রুততম হান্ড্রেডের মালিক হতে পারতেন। তবে শেষ পর্যন্ত নার্ভাস নাইনটিজে কাটা পড়েছেন সুপ্তা।

সাজ ঘরে ফেরার আগে এই ব্যাটারের ৮৯ বলে ৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার অনবদ্য ইনিংসের উপর ভর করে ওয়ানডে ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ডটা ঠিকই পেয়েছে বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান তুলেছে নিগার সুলতানা জ্যোতির দল।

ওয়ানডেতে এতদিন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড ছিল ২৫০। যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সংগ্রহ করে টাইগ্রেসরা। তবে এবার আইরিশ মেয়েদের বিপক্ষে ২৫২ রানের রেকর্ড গড়ল বাংলাদেশ।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে চোখ রেখে ঘরের মাঠে আইরিশ মেয়েদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বুধবার (২৭ নভেম্বর) সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলায় টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

ব্যাট করতে নেমে উইকেট অক্ষত রাখতে পারলেও শুরুর দিকে বেশ মন্থর ছিলেন ব্যাটাররা। দুই ওপেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুনের উদ্‌বোধনী জুটি থেকে আসে ৫৯ রান। তবে ততক্ষণে ১৮ ওভারেরও বেশি খেলা শেষ হয়ে যায়।

৬১ বলে ৩৮ রান করে মুর্শিদা আউট হলে ভাঙে ওপেনিং জুটি। তবে অন্য প্রান্তে অর্ধশতকের দেখা পেয়েছেন ফারজানা হক। চার বাউন্ডারিতে ১১০ বলে ৬১ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার। এরপর অধিনায়ক জ্যোতিকে নিয়ে বেশ ভালোভাবেই এগোতে থাকেন শারমিন সুপ্তা। রানের গতিও বাড়ছিল।

বাংলাদেশের ইনিংসে সাধারণত এক উইকেট পড়লে পরপর আরও কয়েকটি পড়ে যায়। আজ এ জায়গায় বেশ নিয়ন্ত্রণ ছিল স্বাগতিক মেয়েদের। এদিন ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি জ্যোতি। ২৮ বলে সমান সংখ্যক রান করে ক্যাচ দিয়ে ফিরেছেন অধিনায়ক।

অন্য প্রান্তে ইতিহাসের হাতছানি ছিল সুপ্তার সামনে। ইনিংসের ৪৯ তম ওভারে ফ্রেয়া সার্জেন্টের বলে আর্লেন কেলির হাতে ক্যাচ আউট হয়ে সেঞ্চুরির স্বপ্নভঙ্গ হয় শারমিন সুপ্তার। সাজঘরে ফেরার আগে ১৪টি চারের মারে ৮৯ বলে ৯৬ রানের ইনিংস খেলেন এই ব্যাটার।

শেষ দিকে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার (১৩) ও সুবহানা মোস্তারি (৫)। আইরিশ মেয়েদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন ফ্রেয়া সার্জেন্ট।

Header Ad

সর্বশেষ সংবাদ

যে পেশায় মানুষের জায়গা নিতে পারবে না এআই
প্রবাসীদের জন্য মধ্যপ্রাচ্যে ইলিশ রপ্তানির উদ্যোগ
সুপ্তার সেঞ্চুরির আক্ষেপের পরেও বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
নায়ক নিরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ স্ত্রীর
মুন্সি সমিতির অফিসে আগুন দিলো আইনজীবীরা
মৃত্যুর ৬ বছর পর প্রকাশ পাচ্ছে আইয়ুব বাচ্চুর নতুন গান
তানজিম সাকিবের দারুণ বোলিং, জয়ে শুরু গায়ানার
ভিসার জন্য দুপুরে আমেরিকান দূতাবাসে যাচ্ছেন খালেদা জিয়া
ইসকন নিষিদ্ধে সরকারের অবস্থান জানতে চায় হাইকোর্ট
নারী যুগ্মসচিবের ধমক খেয়ে অজ্ঞান কর্মকর্তা, সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ
জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস
আইনজীবী সাইফুল হত্যায় আটক ৩০
বিচ্ছেদের পর সামান্থাকে ‘সেকেন্ড হ্যান্ড’ শুনতে হয়
ইসকনের হামলার নিন্দা ও বিচারের দাবি শিবিরের
ভারতের বিবৃতি বন্ধুত্বের চেতনার পরিপন্থি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আইনজীবী সাইফুল হত্যার বিচারের দাবিতে জাহাঙ্গীরনগরে বিক্ষোভ মিছিল
ইউক্রেনে এক মাসে লন্ডনের অর্ধেকের সমান এলাকা দখল রাশিয়ার
লেবাননে ইসরায়েলের হামলায় নিহত অন্তত ২২
স্বৈরাচার পালিয়েছে কিন্তু লেজ রেখে গেছে, তারা ষড়যন্ত্র করছে: তারেক রহমান
সহজেই বাংলাদেশকে হারাল উইন্ডিজ