‘এপেক্সে চাকরিতে ইংরেজি লাগবে না’
এপেক্স কোম্পানিতে চাকরি নিতে ইংরেজি জানা লাগবে না। শনিবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে এক কর্মশালায় এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম মঞ্জুর এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘গ্রাজুয়েট করা অনেকে এপেক্স কোম্পানিতে চাকরি করেনি। জুতার কারখানায় চাকরি করলে নাকি বিয়ে হবে না-এ কারণে তারা চাকরিতে যোগদান করেনি। এটাই বাস্তবতা।’
শনিবার (তারিখ) বেসরকারি প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) ‘স্কিলস গ্যাপ এন্ড ইয়ুথ এমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করে। সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সাবেক সভাপতি আরও বলেন, ‘বেকারত্ব এত ভয়াবহ সমস্যা হয়েছে যে, নিয়োগ বিজ্ঞপ্তি দিলে অনেক আবেদন জমা পড়ছে। কিন্তু চূড়ান্তভাবে তারা জুতার কারখানায় কাজ করতে চায় না। অফিসে বসে কাজ করতে চায়। আমরা বাংলাদেশের বেকারত্ব কমিয়ে চাকরির বাজারে অবদান রাখতে চাই। চাকরিপ্রত্যাশীদের বলতে চাই, জুতার কারখানায় চাকরিও সম্মানের। আপনারা আসুন, আমরা আপনাদের চাকরি দেব যোগ্যতা অনুযায়ী।’